২৩ বছর ধরে জনপ্রিয়, নেচেছেন ঐশ্বর্য-শাহরুখ, একই শব্দ ২২ বার রয়েছে, ধরতে পারলেন কোন গান?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
অনেকেই জানেন না যে শাহরুখ খানের এক ছবির একটা গান ২৩ বছর ধরে ট্রেন্ডিং করছে মিউজিক অ্যাপে, চট করে তার কথা অথচ অনেকেরই মনে পড়বে না!
advertisement
1/5

পেরিয়ে গিয়েছে ২ নভেম্বর। তবে চুপচাপ ভাবে নয়। দেশের অন্যতম সুপারস্টারের জন্মদিন বলে কথা, সব জায়গায় তারই রেশ! ২০২৫ সালে এসে ৬০ বছরে পা দিলেন শাহরুখ খান, কিছু দিন আগেই লাভ করেছেন জাতীয় পুরস্কার, জন্মদিনের অগ্রিম উপহার বললে বোধহয় ভুল হবে না। তবে, ভক্তের মনে উপস্থিতিই যে কোনও নায়কের কাছে সেরা উপহার! শাহরুখ তা এমনিতেই পেয়েছেন, অভিনয়ের জাদুর কথা ছেড়েই দেওয়া যাক, সুদীর্ঘ এবং এখনও বিদ্যমান কেরিয়ারে তাঁর ছবি এত এত ভাল গান শুনিয়েছে যে সেগুলো কোথাও বাজলেও নায়কের মুখ মনে পড়ে যাবেই!
advertisement
2/5
আসলে, গানের কখনও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ থাকে না। ভাল একটা গান সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও বেশি করে জীবন্ত হয়ে ওঠে। গানগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের কানে প্রতিধ্বনিত হওয়ার ক্ষমতা রাখে। তা, শাহরুখ খানের ছবির সেরা গান বললে কোনগুলোর কথা সবার আগে মনে পড়বে?
advertisement
3/5
বাজিগর, ইয়েস বস, করণ অর্জুন, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দিল তো পাগল হ্যায়, মহব্বতেঁ- তালিকা কেবল বাড়তেই থাকবে, এই সব ছবির সব গানই তাদের মুক্তির সময়ে যেমন টার্টবার্স্টারের টপে থাকত, এখনও একই রকম ভাবে শ্রোতার মনে রয়ে গিয়েছে। যদিও অনেকেই জানেন না যে শাহরুখ খানের এক ছবির একটা গান ২৩ বছর ধরে ট্রেন্ডিং করছে মিউজিক অ্যাপে, চট করে তার কথা অথচ অনেকেরই মনে পড়বে না!
advertisement
4/5
২০০২ সালে শাহরুখ খান অভিনীত শক্তি: দ্য পাওয়ার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিটি পরিচালনা করেছিলেন কৃষ্ণা ভামসি। করিশমা কাপুর, শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন। ছবিটি প্রযোজনা করেছিলেন বনি কাপুর। ১০ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবিটি ২০ কোটি টাকার বাজেট ছাড়িয়ে গিয়েছে। বক্স অফিসে এটি খুব সামান্য প্রশংসিত হয়েছিল। এই ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন শাহরুখ খানের সঙ্গে একটি গানে নেচেছিলেন। এই গানটি কিন্তু ভক্তদের মনে দারুণ ঝড় তুলেছিল।
advertisement
5/5
'কর দে মুশকিল জিনা ইশক কামিনা' গানটি সেই সময়ে খবরের শিরোনামে উঠে এসেছিল। কারণ এতে একটি মাত্র শব্দ ২২ বার ব্যবহার করা হয়েছিল। শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত এই গানটি ২৩ বছর পরেও ভক্তদের প্রিয়। অনু মালিকের সুর ও সমীরের লিরিক্সে গানটি গেয়েছেন সোনু নিগম এবং অলকা ইয়াগনিক। গানটিতে প্রেমের জটিলতাকে ব্যঙ্গ করা হয়েছে। ‘ইশক’ শব্দটি ২২ বার ব্যবহৃত হয়েছে গানে, যে কেউ গুনে দেখতে পারেন!