আরও পড়ুনঃ ‘খুব বেশি দূর…’, বউমা ঐশ্বর্যকে নিয়ে এ কোন ভবিষ্যদ্বাণী করেছিলেন অমিতাভ?
আগে দিয়া একটি বাংলা ছবিতে অভিনয় করেছেন। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি নতুন ছবি অভিনয় করতে চলেছেন তাই জন্য তিনি খুবই এক্সাইটেড। এদিন কলকাতায় সবুজায়ন নিয়ে একটি আলোচনায় তিনি যোগ দেন এবং বলেন, প্রকৃতিকে ধ্বংস করা বন্ধ না হলে এবং বৃক্ষরোপণ না করলে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে পারব না। তিনি আরও বলেন, ইনার বিউটি ও ইনার পিস হল তাঁর সৌন্দর্যের চাবিকাঠি।
advertisement
দিয়া মির্জা ২০০১ সালে ‘রহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমা দিয়ে ডেবিউ করেছিলেন এবং প্রথম সিনেমাতেই সুপারহিট হয়েছিলেন। এই সিনেমা তাঁকে রাতারাতি বিখ্যাত করে দিয়েছিল। সিনেমার আগে দিয়া মির্জা মডেলিং জগতে বেশ নাম করেছিলেন। তিনি মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল খেতাব ২০০০ সালে জিতেছিলেন। এরপর তিনি আর মাধবনের বিপরীতে ডেবিউ করেছিলেন।