TRENDING:

Varun Dhawan-Natasha Dalal: স্ত্রীর পেটে চুম্বন... বসার ঘরে আদুরে ছবি, বাবা হতে চলেছেন বরুণ ধওয়ান, সুখবর দিলেন ছবিতে

Last Updated:

Varun Dhawan-Natasha Dalal: বরুণ লিখলেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসার প্রয়োজন।’ পাশে হ্যাশট্যাগে লেখা, ‘আমার পরিবার আমার চালিকা শক্তি।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মু্ম্বই: সুসংবাদ দিলেন বলি তারকা। বাবা হতে চলেছেন বরুণ ধওয়ান। অন্তঃসত্ত্বা তাঁর স্ত্রী। ফ্যাশন ডিজাইনার নাতাশা দালাল তৃতীয় ট্রাইমেস্টারে। রবিবার বরুণ প্রথমবার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন ইনস্টাগ্রামে।
বরুণ ধওয়ান এবং নাতাশা দালাল
বরুণ ধওয়ান এবং নাতাশা দালাল
advertisement

যদিও গত বছর মুম্বইয়ের একটি ক্লিনিকে তারকা দম্পতিকে দেখা গিয়েছিল। তারপর থেকেই সন্তান পরিকল্পনা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল ভক্তদের মধ্যে। আর আজ বলি তারকা সোশ্যাল মিডিয়ায় একটি সাদা-কালো ছবি পোস্ট করে সুখবর দিলেন।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বরুণ তাঁদের বসার ঘর থেকে একটি মনোক্রোম ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, বরুণ হাঁটু গেড়ে বসে, নাতাশা দালালের বেবি বাম্পে চুম্বন করছেন। অন্যদিকে সোফায় তাঁদের আর এক ‘সন্তান’ পোষ্য কুকুরটিও পোজ দিয়েছে।

advertisement

আরও পড়ুন: চলতি ফেব্রুয়ারির ২৩ না ২৪? সর্বাধিক পুণ্যলাভে মাঘ পূর্ণিমার ব্রত পালন কোন দিনে বাঞ্ছনীয়, তারিখ ও সময় জানুন এক নজরে

বরুণ লিখলেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসার প্রয়োজন।’ পাশে হ্যাশট্যাগে লেখা, ‘আমার পরিবার আমার চালিকা শক্তি।’

advertisement

একদম প্রখমে করণ জোহর ভালবাসা উজাড় করে দিলেন তারকা দম্পতির ছবির কমেন্ট বক্সে। বরুণের বাবা হতে চলার খবরে খুব খুশি হয়ে দু’জনকেই শুভেচ্ছা জানালেন পরিচালক-প্রযোজক। তাছাড়াও বলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা, অর্জুন কাপুর, সামান্থা রুথ প্রভু, বাণী কাপুর, ম্রুণাল ঠাকুর, মৌনী রায়, কৃতী স্যানন, অনিল কাপুর প্রমুখ হবু মা-বাবাকে শুভেচ্ছাবার্তা জানালেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনেক বছর প্রেম করার পর গত ২০২১ সালের ২৪ জানুয়ারিতে নিজের বাড়িতেই বিয়ে সারেন বরুণ এবং নাতাশা। যদিও নাতাশাকে প্রেম নিবেদন করে তিন থেকে চারবার প্রত্যাখ্যাত হয়েছিলেন নায়ক, তাও হাল ছাড়েননি সহজে। আর আজ তাঁদের প্রেমের ফসল ফলল এভাবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Varun Dhawan-Natasha Dalal: স্ত্রীর পেটে চুম্বন... বসার ঘরে আদুরে ছবি, বাবা হতে চলেছেন বরুণ ধওয়ান, সুখবর দিলেন ছবিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল