TRENDING:

Sonu Sood Income Tax: ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ! দাবি আয়কর দফতরের

Last Updated:

বিবৃতিতে জানানো হয়েছে, ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ (Sonu Sood Income Tax)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: টানা তিনদিন ধরে লাগাতার অভিনেতা সোনু সুদের (Sonu Sood) বাড়ি ও অফিসে তল্লাশি (IT Raid at Sonu Sood house and office) চালানোর পর শনিবার বিবৃতি জারি করেছে আয়কর দফতর (Income Tax Department)। করোনাকালে দরিদ্রের 'মসিহা' হয়ে ওঠা এই অভিনেতার (Sonu Sood) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে আয়কর দফতর। বিবৃতিতে জানানো হয়েছে, ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ (Sonu Sood Income Tax)। কর ফাঁকি দেওয়ার অভিযোগে নাম জড়িেয়ছে সোনুর সহকর্মীদেরও (Sonu Sood Income Tax)।
সোনু সুদ
সোনু সুদ
advertisement

আয়কর দফতরের (Income Tax Department) দাবি, সোনু সুদের (Sonu Sood) এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সরাসরি যা ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের (Foreign Contribution Regulation Act) সরাসরি লঙ্ঘন (Sonu Sood Income Tax)। আয়কর দফতর জানিয়েছে, যেই রোজগারের হিসেব সোনু সুদ লুকাতে চাইতেন, সেটা বেনামী সংস্থাদের থেকে ভুয়ো ঋণ নেওয়ার খাতে দেখানো হত। তদন্তকারীরা ইতিমধ্যেই এই ধরনের ২০টি বেনামী লেনদেনের হদিশ পেয়েছেন, যাঁরা সেই ভুয়ো ঋণ দিয়েছেন তাঁরা জেরায় স্বীকার করে নিয়েছেন এই জালিয়াতির কথা (Sonu Sood Income Tax)।

advertisement

আরও পড়ুন: তৃতীয় দিন সোনু সুদের বাড়িতে আয়কর হানা, উদ্ধার আয়কর 'নয়ছয়ের' নথি

দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস-এর তরফে দাবি করা হয়েছে, ১ এপ্রিল থেকে এখনও পর্যন্ত সোনু সুদের সংস্থা ১৮.৯৪ কোটি টাকা অনুদান হিসেবে সংগ্রহ করেছে। এর মধ্যে ১.৯ কোটি টাকা সমাজসেবার কাজে ব্যবহার করা হয়েছে। বাকি ১৭ কোটি টাকা পড়ে রয়েছে। সোনুর অফিসে তল্লাশি চালিয়ে ১.৮ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন আয়কর দফতরের আধিকারিকেরা। এরই সঙ্গে সোনুর প্রায় ১১টি লকার সিজ করেছে দফতর। আয়কর দফতরের দাবি, সোনু ও তাঁর সংস্থা নগদ টাকার বিনিময়ে চেক দিতেন। এমনকী হিসেবের খাতায় পাওয়া টাকা ঋণ হিসেবে দেখানো হয়েছে, যাতে কর ফাঁকি দেওয়া যায়।

advertisement

আরও পড়ুন: বড় খবর! অভিনেতা সোনু সুদের অফিসে আচমকা আয়কর দফতর, নেপথ্যে কারণ কী?

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

শুক্রবারও সোনু সুদের বাড়ি ও অফিস সহ ৬ টি স্থানে আয়কর বিভাগ (Sonu Sood IT Raid) টানা তৃতীয় দিনে অভিযান চালায়। সূত্র মারফত জানা গিয়েছিল, সোনুর বাড়ি থেকে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে যার থেকে আয়কর ফাঁকির প্রমাণ স্পষ্ট। সোনু সুদের ব্যক্তিগত আর্থিক লেনদেন সঙ্গে সম্পর্কিত এই আয়কর ফাঁকির বিষয়টি (Sonu Sood Income Tax Evasion)। এমনকী, ছবি থেকে যে আয় তিনি করেন তাতেও কিছু অনিয়ম ধরা পড়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Sood Income Tax: ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ! দাবি আয়কর দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল