TRENDING:

বারাণসীতে শ্যুটিং করতে গিয়ে আহত জন আব্রাহাম, হাসপাতালের বাইরে ভক্তের ঢল

Last Updated:

বৃহস্পতিবারই বারাণসীতে শুরু হয়েছে পরিচালক মিলাপ জাভেরির 'সত্যমেব জয়তে পার্ট টু'-এর শ্যুটিং আর প্রথম দিনেই আহত হন জন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাণসী: শ্যুটিং করতে গিয়ে আহত জন আব্রাহাম। বৃহস্পতিবারই বারাণসীতে শুরু হয়েছে পরিচালক মিলাপ জাভেরির 'সত্যমেব জয়তে পার্ট টু'-এর শ্যুটিং আর প্রথম দিনেই আহত হন জন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়! হাসপাতালে রয়েছেন জন, এই খবর চাউড় হতেই ভিড় জমান ভক্তরা।
advertisement

সিনেমার প্রোডাকশন টিমের এক সদস্য জানান, চেত সিং ফোর্টের কাছে একটি দৃশ্য শ্যুট করার সময় আঙুলে চোট পান জন আব্রাহাব। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

গত ২ মাস ধরে লখনৌয়ে 'সত্যমেব জয়তে পার্ট টু'-এর শ্যুটিং করছিলেন 'বাটলা আউজ' স্টার। বুধবার গাড়িতে করে তিনি পৌঁছান বারাণসীতে। চেত সিং ফোর্টের কাছে একটি হভেলিতে সেট তৈরি হয়েছিল। সেখানেই বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় শ্যুটিং। জানা যাচ্ছে, বারাণসীতে ৪ দিনের শেড্যিউল । চেত সিং ঘাট-সহ শহরের নানা দ্রষ্টব্য স্থানে শ্যুটিং হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

প্রসঙ্গত, সত্যমেব জয়তে পার্ট টু-এ জন আব্রাহাম ছাড়াও দিব্যা খোসলা কুমার, অনুপ সোনি, হর্ষ ছায়া।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বারাণসীতে শ্যুটিং করতে গিয়ে আহত জন আব্রাহাম, হাসপাতালের বাইরে ভক্তের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল