বলি অভিনেতা ধর্মেন্দ্রর স্বাস্থ্য এখন কেমন আছে? আর কেন তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে? গুগলে এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন মানুষ। জানা যাচ্ছে যে বলিউডের ‘হি-ম্যান’ শ্বাসকষ্টে ভুগছিলেন, যার পরে ডাক্তাররা তাকে তড়িঘড়ি আইসিইউতে রাখেন। ৮৯ বছর বয়সী ধর্মেন্দ্রকে কেন আইসিইউতে ভর্তি করা হয়?
ধর্মেন্দ্র সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। তার দুই ছেলে, সানি দেওল এবং ববি দেওল, তার সঙ্গেই আছেন। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের একজন কর্মচারী ভিকি লালওয়ানিকে বলেন, ‘ধর্মেন্দ্র শ্বাসকষ্ট নিয়েই হাসপাতালে আসেন। আপাতত তিনি আইসিইউতে আছেন এবং বর্তমানে ঘুমাচ্ছেন।’
advertisement
আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়ঙ্কর ‘অশনি’…! আগামী কয়েকঘণ্টায় তোলপাড়, ঝড়-বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা? এল আবহাওয়ার বিরাট আপডেট
ধর্মেন্দ্রর স্বাস্থ্য সম্পর্কে হাসপাতালের কর্মীরা বলেছেন, ‘চিন্তার কিছু নেই। তার অবস্থা আপাতত স্থিতিশীল। তার প্যারামিটার ঠিক আছে। তার হৃদস্পন্দন ৭০। তার রক্তচাপ ১৪০/৮০। তার প্রস্রাবের নমুনাও ঠিক আছে।’ চিকিৎসকরা তাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছেন, তবে তিনি কবে ছাড়া পাবেন তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ধর্মেন্দ্র আগামী মাসে ৯০ বছর পূর্ণ করবেন। আগামী মাসে ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র ৯০-তে পা দেবেন। হাসপাতালে ভর্তির খবরে তার লক্ষ লক্ষ ভক্তের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করছেন। ধর্মেন্দ্রকে শেষবার দেখা গিয়েছিল ‘তেরি বাতো মে অ্যায়সা উলজা জিয়া’ ছবিতে। শীঘ্রই তাকে ‘২১ কিকিজ’ ছবিতে দেখা যাবে। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে অগস্ত্য নন্দা এবং সিমার ভাটিয়ার। ডিসেম্বরে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।
