অভিনেতা আলি ফজল ৷ বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন তিনি ৷ সোনাক্ষী সিনহার সঙ্গে হ্যাপি ফির ভাগ জায়গি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল ৷ তাঁর অভিনিত ওয়েব সিরিজ মু ব্যক্তিগত জীবনে আপাতত প্রেম করছেন আলি ৷ অভিনেত্রী রিচা চড্ডার সঙ্গে তাঁর প্রেমের কথাও সামনে এনেছেন তিনি ৷ ইনস্টাগ্রামে এই জুটির ছবি নিয়েও বেশ চর্চা হয়েছে ৷ এরই ফোনের তথ্য এসেছে সামনে ৷ কিন্তু একটাই স্বস্তির বিষয় যে ছবিগুলি ইন্টারনেটে দেখা যাচ্ছে না ৷ তবে কী করে এইভাবে ফোনের তথ্য চুরি হতে পারে সেটাই প্রশ্নের ৷ সাইবার সিকিউরিটির দারস্থ হয়েছেন তিনি ৷
advertisement
এরপর অ্যারেঞ্জড ম্যারেজ নামের একটি ছবিতে দেখা যাবে আলিকে ৷ কলকাতা শহরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি ৷ দেখাশোনার-বিয়েতে কীভাবে মানিয়ে নিতে হয় পরিবারে সঙ্গে সে কথাই উঠে আসবে ছবিটিতে ৷
advertisement
Location :
First Published :
February 25, 2019 4:45 PM IST