TRENDING:

Akshay-Twinkle Secret: 'গোপন করার মতো আমার কিছুই নেই', স্ত্রী ট্যুইঙ্কেলের ভয়ে এ কী বললেন অক্ষয় কুমার? সিক্রেট ফাঁস

Last Updated:

Akshay-Twinkle Secret: স্ত্রী ট্যুইঙ্কল খান্না তাঁর ব্যক্তিগত মেসেজ পড়ে নিলে তিনি কীভাবে প্রতিক্রিয়া প্রকাশ করবেন, সেই বিষয়ে News18 Showsha-র একটি বিশেষ আলাপচারিতায় এক মজার তথ্য তুলে ধরলেন অক্ষয় কুমার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মুক্তি পেতে চলেছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘খেল খেল মেঁ’। শোনা যাচ্ছে যে, ২০১৬ সালের ইতালিয়ান কমেডি ড্রামা পারফেক্ট স্ট্রেঞ্জার্স-এর রিমেক এটি। ৭ জন বন্ধুকে ঘিরে আবর্তিত হয় ছবির গল্প। এই সাত বন্ধু নিজেদের ফোন নিয়ে একটা গেম খেলার সিদ্ধান্ত নেন। আর এর জেরে তাঁদের অন্ধকারাচ্ছন্ন গোপন এবং ফোনের সমস্ত মিথ্যা ধরা পড়ে যায়। ফলে প্রভাবিত হয় তাঁদের বৈবাহিক সম্পর্ক এবং বন্ধুত্বও। এখানেই গুরুত্বপূর্ণ একটা বার্তা মিলবে যে, খুব কাছের কেউও মাঝেমধ্যে যেন অপরিচিত হয়ে ওঠে।
স্ত্রী ট্যুইঙ্কল খান্নার ভয়ে এ কী বললেন অক্ষয় কুমার?
স্ত্রী ট্যুইঙ্কল খান্নার ভয়ে এ কী বললেন অক্ষয় কুমার?
advertisement

News18 Showsha-র একটি বিশেষ আলাপচারিতায় এক মজার তথ্য তুলে ধরলেন অক্ষয় কুমার। স্ত্রী ট্যুইঙ্কল খান্না তাঁর ব্যক্তিগত মেসেজ পড়ে নিলে তিনি কীভাবে প্রতিক্রিয়া প্রকাশ করবেন, সেই বিষয়ে অভিনেতা জানান, “নিজের সঙ্গীকে ফোন দেখাতে আমি একটুও ভয় পাই না। এমনকী কাজের সদস্যদের মাঝেই পড়ে থাকে আমার ফোনটা। আবার বাড়িতেও এখানে-ওখানে পড়ে থাকে কিংবা চার্জে লাগানো থাকে আমার ফোন। আসলে আমার গোপন করার মতো কিছুই নেই।”

advertisement

আরও পড়ুন- বলুন তো, এমন কোন প্রাণী দুধ ও ডিম দু’টোই দেয়? ৯৯ শতাংশই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! আপনি কি জানেন?

‘বড়ে মিঞা ছোটে মিঞা’ এবং ‘ওএমজি’ অভিনেতার মন্তব্য, “আসলে আউটডোর গেমের তুলনায় এই খেলাটার মজা একটু বেশিই। কারণ আউটডোর গেম আপনাকে এই ধরনের অ্যাড্রিনালিন রাশ দিতে পারবে না। আসলে ফোনের গেমের ক্ষেত্রে মানসিক প্রয়াসের প্রয়োজন হয়। সব সময় যেন সজাগ থাকতে হবে। আসলে বন্ধু কিংবা নিজের সঙ্গী যদি ফোনের ব্যক্তিগত মেসেজগুলি পড়ে ফেলে, তাহলে কী করতে হবে, সেটাই সব সময় মাথায় ঘুরতে থাকে।”

advertisement

আরও পড়ুন-ডিভোর্সের দিনক্ষণ পাকা! অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ হলে কার কাছে থাকবে মেয়ে আরাধ্যা? চাঞ্চল্যকর তথ্য ফাঁস…!

‘খেল খেল মেঁ’ ছবিটির মূলে প্রতিফলিত হবে সম্পর্কের গল্প। অক্ষয় একজন মধ্যবয়স্ক পুরুষের ভূমিকায় অভিনয় করছেন। যিনি বিবাহিত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিবাহ সংক্রান্ত টিপসের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে অক্ষয় বলেন যে, “আমি কাউকে কোনও রকম টিপস দিতে চাই না। জীবনে নিজস্ব অভিজ্ঞতা থেকেই সকলের শিক্ষাগ্রহণ করা উচিত। কিন্তু বিয়ে আসলে জীবনের সুন্দর একটি চক্র।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এখানেই শেষ নয়, সহ-অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে খুনসুটি করে অভিনেতা বলেন, “তোমার জন্য আমি একজনকে ভেবে রেখেছি। তোমার সঙ্গে যদি তাঁর আলাপ করাই, তাহলে কি তুমি তাঁকে বিয়ে করবে। ও তোকে খুন করবে না। কিন্তু সুখ দেবে। আমি নিশ্চিত করে বলতে পারি যে, সে তোমায় শান্তি দেবে। কিন্তু তোমায় তাঁকে বিয়ে করতে হবে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay-Twinkle Secret: 'গোপন করার মতো আমার কিছুই নেই', স্ত্রী ট্যুইঙ্কেলের ভয়ে এ কী বললেন অক্ষয় কুমার? সিক্রেট ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল