তারকাদের অনেক সময়ই এ ধরনের খ্যাতির বিড়ম্বনা সহ্য করতে হয় ৷ এ সবে বিশেষ পাত্তা দেন না তাঁরা ৷ তবে ট্রোলিং মাত্রা ছাড়িয়ে গেলে তাঁর যোগ্য জবাব দিতে কখনওই ভীত হননি অভিষেক ৷ এর আগেও চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি ৷ এ বারও এর ব্যতিক্রম হল না ৷
সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিষেকের পরের ছবি 'বিগ বুল'-এর ট্রেলার ৷ সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন অভিষেক ৷ সেখানেই এক নেটিজেন তাঁকে লেখেন, ''আপনি কোনও কম্মের নন ৷ একমাত্র একটি জিনিসের জন্যই আপনাকে হিংসে হয় ৷ খুব সুন্দরী স্ত্রী পেয়েছেন আপনি ৷ এমনকি সেটাও আপনার পাওয়ার কথা নয় ৷'' এর উত্তর দেন অভিষেক ৷ কোনও ঝগড়া নয়, কিন্তু শান্তভাবেই এক হাত নেন ওই ট্রোলারকে ৷
অভিষেক উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই অবশ্য ৩৬০ ডিগ্রি ঘুরে যান ওই ব্যক্তি ৷ সঙ্গে সঙ্গে তিনি লেখেন, 'একমাত্র আপনার মতো মানুষই এরকম উত্তর দিতে পারেন ৷ আপনাকে শ্রদ্ধা করি ৷'' এর আগে এক ব্যক্তি জুনিয়র বচ্চনকে বলেন, ''আমিতাভের জন্যই তো বলিউডে কাজ পান আপনি ৷'' এর উত্তরে অভিষেক বলেন, ''ইশ আপনি যা বলছেন সত্যিই যদি তাই হতো তা হলে কত ভাল হত ৷ সমস্ত ছবির কাজই আমার হাতে থাকত ৷''