TRENDING:

‘জিন্দেগি না মিলেগি দোবারা’-য় সহ-অভিনেতার মনোনয়নে নাম ছিল', ইন্ডাস্ট্রির 'লবি' নিয়ে বিস্ফোরক অভয়

Last Updated:

অভয়ের অভিযোগ, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র অ্যাওয়ার্ডের ক্ষেত্রে হৃতিক রোশন এবং ক্যাটরিনা কইফের নাম ছিল মুখ্য অভিনেতার মনোনয়নে । ছবির অন্য দুই তারকা, অভয় নিজে এবং ফারহান আখতারের নাম ছিল সহ-অভিনেতার মনোনয়নে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গোটা বলিউডে একটা ঝড় উঠেছে ! কেন আত্মহননের পথ বেছে নিলেন তরতাজা একটা প্রাণ ? অভিমান ? হতাশা ? অবসাদ ? সম্পর্কের টানাপোড়েন ? সঠিক উত্তর কারওরই জানা নেই...অনেকেরই মত, ইন্ডাস্ট্রির স্বজনপোষনের শিকার হয়েছেন সুশান্ত! কঙ্কনা থেকে সোনু নিগম... এই বিষয়ে মুখ খুলেছেন অনেকেই! এবার সরব হলেন অভয় দেওল।
advertisement

অভয়ের অভিযোগ, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র অ্যাওয়ার্ডের ক্ষেত্রে হৃতিক রোশন এবং ক্যাটরিনা কইফের  নাম ছিল মুখ্য অভিনেতার মনোনয়নে । ছবির অন্য দুই তারকা, অভয় নিজে  এবং ফারহান আখতারের নাম ছিল সহ-অভিনেতার মনোনয়নে। তিনি এও জানান, ফারহান অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলিতে গেলেও, তিনি জাননি।

অভিনেতার কথায়, '' বলিটাউনে কখনও প্রকশ্যে কখনও বা ধামাচাপা দিয়ে  লবি করা হয়। আমার ক্ষেত্রে তো ভীষণভাবে প্রকট ছিল। আমি অ্যাওয়ার্ড ফাংশন বয়কট করেছিলাম যদিও ফারহানের এই নিয়ে কোনও সমস্যা হয়নি।''

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘জিন্দেগি না মিলেগি দোবারা’-য় সহ-অভিনেতার মনোনয়নে নাম ছিল', ইন্ডাস্ট্রির 'লবি' নিয়ে বিস্ফোরক অভয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল