আলিয়ার নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি ইনফ্লুয়েন্সার হিসেবে ভিডিও পোস্ট করেন। আলিয়ার দাবি, তার বাবাকে যাঁরা চেনেন সবাই জানেন যে তিনি একটা টেডি বিয়ারের মতো। এই সমস্ত বিতর্ক থেকে মেয়েকে নাকি দূরে সরিয়ে রাখারই চেষ্টা করেন অনুরাগ কাশ্যপ। কারণ এতে নাকি আলিয়ার উদ্বেগজনিত সমস্যা হয়।
আলিয়া বলছেন, "এই #MeToo অভিযোগটা আমায় খুব বিরক্ত করছিল। বাবার চরিত্রটাকে সম্পূর্ণভাবে ভুল বোঝা হয়েছে। মানুষ ভাবে, তিনি একজন সাংঘাতিক ধরনের লোক। কিন্তু আমার বাবাকে চেনে এমন কাউকে জিজ্ঞাসা করে দেখুন, সবাই বলবে তিনি একটা বড় সড় টেডি বিয়ার এর মতো।"
advertisement
আলিয়া আরো বলছেন, "এই ব্যাপারটাই আমায় খুব উদ্বেগে ভোগায়। আমি জানি, যাদের নিজেদের জীবন নিয়ে কিছু করার নেই, তারাই আমার বাবার জন্য এত ঘৃণা দেখিয়েছে। আমার বাবা এইগুলি থেকে আমাকে দূরে রাখার বহু চেষ্টা করেছেন। যাতে আমার উদ্বেগ না হয়।"
আলিয়া তার আগের ভ্লগে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছিলেন। গত বছর এক অভিনেত্রী জানান, অনুরাগ কাশ্যপ তার সঙ্গে একসময় জোরজবরদস্তি করেছিলেন। দাবি করেছিলেন, নিজের বাড়িতে ডেকে হেনস্থা করা হয়েছিল তাকে। তবে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন অনুরাগ কাশ্যপ। সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন। অনুরাগ এর সমর্থনেও বলিউডের অভিনেত্রী তখন মুখ খুলেছিলেন।