TRENDING:

বিয়ের তিন বছর পর নিজের স্বামীকে নিয়ে মুখ খুললেন বিপাশা বসু! দেখুন ভিডিও...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  তিন তিনটে বছর কাটিয়ে ফেললেন হাসতে হাসতে। না কোনও ঝগড়া, না কোনও মান অভিমান! কিন্তু বিয়ের আগে সবাই কিন্তু এই বিয়ে নিয়ে বেশ ভয়েই ছিল! সবার একটাই প্রশ্ন ছিল, টিকলে হয়! কারণ ছেলেটির জন্য এই বিয়েটি ছিল তিন নম্বর। তবে মেয়েটির কাছে এটাই ছিল প্রথম বিয়ে। কথা হচ্ছে বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের। বিপাশার আগেও করণ আরও দুটো বিয়ে করেছিলেন যা টেকেনি। তবে বিপাশার ক্ষেত্রে বিষয়টা একেবারে অন্য। আসলে মানুষ কার সঙ্গে ভাল থাকবে তা বোধহয় সে নিজেও জানে না। আর কেউ একের অধিক বিয়ে করলেই তাঁকে নিয়ে প্রশ্ন ওঠে! সেই সব অবিশ্বাসকে ভুল প্রমান করেছেন করণ ও বিপাশা।
advertisement

আজ তাঁদের তৃত্বীয় বিবাহবার্ষিকী। সোস্যাল মিডিয়ায় নিজেদের ভালবাসার কথা ও বিয়ের ভিডিও শেয়ার করলেন বিপাশা। তিনি লিখেছেন, ' আমার সেই দিনের সব কথা মনে আছে। সবার কথা মনে আছে। আমার মুখে সে দিন যে হাসিটা ছিল, আজও সেটা আছে। আর এই হাসি আমার মুখে আছে শুধু তোমার জন্য। আমি ভাবতেও পারছি না যে এত তাড়াতাড়ি আমরা আমাদের বিয়ের তিনটে বছর কাটিয়ে ফেললাম।' বিপাশা এই পোস্ট করণকে ভালবেসেই লিখেছেন।---

advertisement

advertisement

View this post on Instagram

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

I remember each and every person ... people I knew or strangers... everyone post our wedding told me that I looked like the happiest bride ever. The reason for that big smile on my face from that day till now... is You. Can’t believe it’s our 3rd wedding anniversary so fast

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের তিন বছর পর নিজের স্বামীকে নিয়ে মুখ খুললেন বিপাশা বসু! দেখুন ভিডিও...