TRENDING:

Boka Ghuri: আর মাত্র ক’টা দিনের অপেক্ষা! সায়ন্তনী-সাহিলের প্রেমের গল্প বলতে আসছে ‘বোকা ঘুড়ি’

Last Updated:

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিও-র মিউজিক্যাল প্রোমো ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সামনেই বিশ্বকর্মা পূজা। কিন্তু তার আগেই আকাশে উড়বে ‘বোকা ঘুড়ি’! চলতি মাসেই আসছে সায়ন্তনী-সাহিলের প্রেমের এই গান। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিও-র মিউজিক্যাল প্রোমো ৷
আর মাত্র ক’টা দিনের অপেক্ষা! সায়ন্তনী-সাহিলের প্রেমের গল্প বলতে আসছে ‘বোকা ঘুড়ি’
আর মাত্র ক’টা দিনের অপেক্ষা! সায়ন্তনী-সাহিলের প্রেমের গল্প বলতে আসছে ‘বোকা ঘুড়ি’
advertisement

ম্যাজিক লাইট প্রডাকশনের প্রযোজনায় তৈরি এই প্রেমের গান শোনা যাবে অন্বেষা এবং প্রাজ্ঞ দত্তের কণ্ঠে। গানটির রচয়িতা এবং গীতিকারও প্রাজ্ঞ। মিউজিক ভিডিওর পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ চক্রবর্তী। যিনি এর আগে ‘শেষের গল্প’ ও ‘কথামৃত’ নামে দু’টি ছবি পরিচালনাও করেছেন। মিউজিক ভিডিওটি Klikk OTT app এবং Klikk Muzic YouTube চ্যানেলে দেখা যাবে ৷

advertisement

আগামী ২৪ অগাস্ট ‘বোকা ঘুড়ি’ মুক্তি পাবে ক্লিক অ্যাপ (KLIKK App) এবং ক্লিক মিউজিক ইউটিউব (KLIKK MUZIK YouTube) চ্যানেলে। ওই মিউজিক ভিডিওটিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতাকে। আর তাঁর বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা সাহিল। মুম্বইয়ে প্রচুর কাজ করেছেন এই অভিনেতা। আর ‘বোকা ঘুড়ি’-র হাত ধরে প্রথম বারের জন্য জুটি বাঁধতে চলেছেন সাহিল-সায়ন্তনী।

advertisement

জিৎ চক্রবর্তী

আরও পড়ুন– পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ! এয়ার ইন্ডিয়ার চার দিনব্যাপী সেলে বিমানের টিকিট মিলছে অবিশ্বাস্য কম দামে!

শাস্ত্রীয় সঙ্গীত এবং সুফি গানের একটা অনবদ্য মেলবন্ধন তৈরি করা হয়েছে এই গানে। মাত্র ৫৮ সেকেন্ডের ওই মিউজিক্যাল প্রোমোতে ধরা পড়ে কিছু ঘটনাবহুল মুহূর্তের সমাপতন! অনিশ্চিত সময়ে শারীরিক সম্পর্কের উর্ধ্বে গিয়ে মনের ভালবাসাকে আঁকড়ে ধরেই মনের মানুষের অপেক্ষা করে কাটিয়ে দেওয়ার গল্প বলবে এই মিউজিক ভিডিও। এর পাশাপাশি প্রেম এবং ত্যাগ বা সমর্পণের এক অনন্য নজিরও দেখা যাবে ‘বোকা ঘুড়ি’ মিউজিক ভিডিও-তে।।

advertisement

মিউজিক্যাল প্রোমোতে থাকা গানের অংশ শুনে বোঝা যায়, ঐতিহ্যে ভরা বন্দিশ গানের এক অদ্ভুত সমন্বয়। ইলেকট্রনিক লাউঞ্জের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত এবং পপ গানের প্রভাব পরতে পরতে জড়িয়ে রেখেছে এই গানকে। ফলে প্রেমের গল্প বলা এই গান শোনার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Boka Ghuri: আর মাত্র ক’টা দিনের অপেক্ষা! সায়ন্তনী-সাহিলের প্রেমের গল্প বলতে আসছে ‘বোকা ঘুড়ি’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল