কিন্তু, বিতর্ক থামছে না। এই যেমন, রণবীর কাপুরের পরে এখন নিশানায় রয়েছেন ববি দেওল। ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম আবরার, যাকে তৃতীয় স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক সঙ্গম করতে দেখা গিয়েছে। এই দৃশ্য নিয়ে নিন্দা তুঙ্গে, ফলে, এবার তা নিয়ে মুখ খুলেছেন ববি। বলছেন তাঁর কোনও ছুঁৎমার্গ নেই।
আরও পড়ুন: সত্যজিতের ছবির ডাক পেতেই কলকাতার স্কুলে না ঢোকার নির্দেশ শর্মিলাকে! কারণ শুনলে চমকে যাবেন
advertisement
ববির কথা শুনে চমকে উঠতেই হয় প্রাথমিক ভাবে। কিন্তু, নায়ক কী বলছেন, সেটা একটু শান্ত হয়ে বোঝা দরকার। তিনি সাফ জানিয়েছেন যে অভিনেতা হিসেবে তাঁর কোনও দৃশ্যেই পারফর্ম করতে কোনও ছুঁৎমার্গ নেই। পরিচালক তাঁকে সেই নিরাপত্তার জায়গাটাও দিয়েছেন যাতে এরকম একটা স্পর্শকাতর বিষয়ে তিনি সাবলীল ভাবে অভিনয় করতে পেরেছেন।
“প্রথম যখন আমার চরিত্রের কথা শুনি, তখনই বুঝে গিয়েছিলাম যে খুব কম কথা বলেও অনেক কিছু অভিনয় করে দেখানোর আছে। সত্যি বলতে কী, সংলাপ বলার জায়গা কম থাকায় সুবিধাই হয়েছে, তা অনর্থক শক্তিক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়নি”, বলছেন ববি। “ফলে আমি যখন অভিনয় করেছি, চুটিয়ে করেছি, কোনও ছুঁৎমার্গ বাধা হয়ে দাঁড়ায়নি”, নায়কের জবানবন্দী।
আবরার চরিত্র সম্পর্কেও এই প্রসঙ্গে কথা বলেছেন ববি। “আমি এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে রীতিমতো মন্দ লোক, মেয়েদের সঙ্গে সে এভাবেই আচরণ করে, তাদের এভাবেই দেখে। সে এরকমই, আমায় সেই জায়গাটা নিজের অভিনয়ে ধরতে হয়েছে”, ববির যুক্তি ফেলে দেওয়ার নয়।
এর ঠিক পরেই যা বলছেন নায়ক, তা শুনে অনেকেই ফের চমকে উঠবেন। “তিন স্ত্রীর বিষয়েই রীতিমতো রোম্যান্টিক সে”, আবরার সম্পর্কে বিশ্লেষণ ববির। কী মনে হয়, তিনি ঠিক বলছেন? মনে হয়, ববির কথা ভেবে দেখার প্রয়োজন আছে বিতর্কে না জড়িয়ে, মাথা খোলা রাখলেই তিনি কী বলছেন, ঠিক বোঝা যাবে।
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F