TRENDING:

BHOOTMUKHI: সম্পূর্ণ অন্য স্বাদের এক ছবি উপহার দর্শকদের, ‘ভূতমুখী’-র হাত ধরে প্রযোজনার জগতে উন্মেষ গঙ্গোপাধ্যায়

Last Updated:

এই গল্প লেখার পাশাপাশি ছবিটি পরিচালনা করেছেন রজত রায় ও অরুণাভ মুখোপাধ্যায়। আর এখানেই শেষ নয়, এই ছবির হাত ধরে প্রযোজনা জগতে পা রাখলেন বিএমএস-এর উন্মেষ গঙ্গোপাধ্যায় এবং তাঁর পার্টনার সাহেব লক্ষ্মণ। বিএমএস চ্যানেলেই দেখা যাবে এই ছবিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অনাগত, জয়া এবং কৃষ্ণ – তিন চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে এই ছবির গল্প। কৃষ্ণ আর জয়া সকলের আড়ালে নিজেদের মতো করে ভাল থাকার স্বপ্ন দেখে। তবে বর্ণ আলাদা হওয়ায় ওদের বিয়েটা প্রায় অসম্ভব ছিল বলাই চলে। তাই নিজেদের স্বপ্নের সংসার সাজাতে জয়াকে রাজি করিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কৃষ্ণ। যেমন ভাবনা, তেমন কাজ! সমস্ত বাধাকে পিছনে ফেলে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পালিয়ে যায় তারা। কিন্তু পাওয়া আর না-পাওয়ার দোলাচলে ওদের ভালবাসা কীভাবে টিকে থাকবে, সেই গল্পই বলবে ‘ভূতমুখী’!
‘ভূতমুখী’-র হাত ধরে প্রযোজনার জগতে উন্মেষ গঙ্গোপাধ্যায়
‘ভূতমুখী’-র হাত ধরে প্রযোজনার জগতে উন্মেষ গঙ্গোপাধ্যায়
advertisement

আরও পড়ুন– রুশ মডেলের সঙ্গে প্রেম, স্ত্রী-কে ডিভোর্স দিয়ে তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে; আর তারপরেই ম্যাজিক, ফুলেফেঁপে উঠল এই অভিনেতার রাজনৈতিক কেরিয়ার

এই গল্প লেখার পাশাপাশি ছবিটি পরিচালনা করেছেন রজত রায় ও অরুণাভ মুখোপাধ্যায়। আর এখানেই শেষ নয়, এই ছবির হাত ধরে প্রযোজনা জগতে পা রাখলেন বিএমএস-এর উন্মেষ গঙ্গোপাধ্যায় এবং তাঁর পার্টনার সাহেব লক্ষ্মণ। বিএমএস চ্যানেলেই দেখা যাবে এই ছবিটি।

advertisement

আর ‘ভূতমুখী’ ছবিতে দেখা যাবে দুর্বার শর্মা, শিঞ্জিনী চক্রবর্তী, উন্মেষ গঙ্গোপাধ্যায় এবং চন্দন চট্টোপাধ্যায়কে। এর পাশাপাশি ছবিটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ত্রিবিক্রম বেরা অন্তিম এবং সময়িতা রায়। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন ঋষভ মাজি। এডিট এবং কালার করেছেন স্বর্ণাভ সাধুখাঁ।

অভিনেতা তথা প্রযোজক উন্মেষ গঙ্গোপাধ্যায়ের কথায়, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রথম পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের ছবি ‘ভূতমুখী’ প্রযোজনা করতে গিয়ে নানা কিছু শেখার অভিজ্ঞতা হয়েছে! পরিচালক-যুগল রজত এবং অরুণাভকে বিশেষ ধন্যবাদ। কারণ তাঁরা এই কাজে নিজেদের মন-প্রাণ উজাড় করে দিয়েছেন। দুর্বার শর্মা এবং শিঞ্জিনী চক্রবর্তী নিজেদের চরিত্রগুলিকে প্রাণবন্ত করেছেন। আর গল্পের কথক অনাগত চরিত্রে অভিনয় করে আমি নিজেও খুবই উপভোগ করেছি। আর আমার ছোটবেলার বন্ধু সাহেবের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।”

advertisement

লেখক তথা পরিচালক রজত রায় বলেন যে, “আমার হৃদয়ের খুব কাছের একটা কাজ ‘ভূতমুখী’! এই কাজটা ভীষণ আত্মবিশ্বাস দিয়েছে – বহু দিন ধরে এই গল্পটা বলার ছিল; বলতে পেরেছি – সেটা ভেবেই ভাল লাগছে। আমার আশা, এই কাজটা মানুষ পছন্দ করবেন।”

advertisement

আরও পড়ুন– সুদূর তামিলনাড়ু থেকে তাজমহল দর্শনে এসেছিলেন যুগল, গোমড়া মুখে ঘুরে বেড়াচ্ছিলেন; কারণ জেনে হতবাক মহিলা পুলিশ অফিসারও!

আর এক লেখক তথা পরিচালক অরুণাভ মুখোপাধ্যায়ের বক্তব্য, “প্রথম দিন থেকেই সকলের নজর কেড়েছে ‘ভূতমুখী’ নামটি। আর চলচ্চিত্র নির্মাণের প্রতি গভীর ভালবাসার কারণে আমি সব সময় এমন ছবি দ্বারা অনুপ্রাণিত হয়েছি, যা মানুষের গল্প বলে। এমন মানুষের গল্প, যাঁদের আমরা হয়তো প্রতিদিন দেখি কিংবা হয়তো দেখি না। কিন্তু তাঁদের গল্প আমাদের আত্মাকে ছুঁয়ে যায়।”

advertisement

অভিনেতা দুর্বার শর্মা বলেন যে, “আমার করা কৃষ্ণ চরিত্রটিতে গভীরতা রয়েছে। আর এই গল্পটি দু’টি ভিন্ন বর্ণের মানুষের দীর্ঘ দিনের ভালবাসা এবং তার পরিণতি নিয়ে। পাশাপাশি এতে একটি থ্রিলিং উপাদানও রয়েছে, যা গল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।” আবার অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর কথায়, “ট্রেলার মুক্তি পাওয়ার পর আমরা অনেক প্রশংসা পাচ্ছি। আমি আন্তরিক ভাবে আশা করি যে, দর্শকরা এই ভিন্ন ধারায় নির্মিত ছবিটি বেশ উপভোগ করবেন।”

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর এক প্রযোজক সাহেব লক্ষ্মণের বক্তব্য, “আমাদের জন্য ‘ভূতমুখী’ এক অত্যন্ত বিশেষ যাত্রা। এটি আমাদের প্রথম ছবি। যেটি উন্মেষ এবং আমি BMS Originals-এ প্রযোজনা করেছি। গল্প বলার প্রতি আমাদের গভীর ভালোবাসা বরাবরই ছিল। আর আমার শৈশবের বন্ধু তথা পার্টনারের সঙ্গে এই সৃজনশীল জগতে পা রাখা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা।”

বাংলা খবর/ খবর/বিনোদন/
BHOOTMUKHI: সম্পূর্ণ অন্য স্বাদের এক ছবি উপহার দর্শকদের, ‘ভূতমুখী’-র হাত ধরে প্রযোজনার জগতে উন্মেষ গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল