এই গল্প লেখার পাশাপাশি ছবিটি পরিচালনা করেছেন রজত রায় ও অরুণাভ মুখোপাধ্যায়। আর এখানেই শেষ নয়, এই ছবির হাত ধরে প্রযোজনা জগতে পা রাখলেন বিএমএস-এর উন্মেষ গঙ্গোপাধ্যায় এবং তাঁর পার্টনার সাহেব লক্ষ্মণ। বিএমএস চ্যানেলেই দেখা যাবে এই ছবিটি।
advertisement
আর ‘ভূতমুখী’ ছবিতে দেখা যাবে দুর্বার শর্মা, শিঞ্জিনী চক্রবর্তী, উন্মেষ গঙ্গোপাধ্যায় এবং চন্দন চট্টোপাধ্যায়কে। এর পাশাপাশি ছবিটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ত্রিবিক্রম বেরা অন্তিম এবং সময়িতা রায়। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন ঋষভ মাজি। এডিট এবং কালার করেছেন স্বর্ণাভ সাধুখাঁ।
অভিনেতা তথা প্রযোজক উন্মেষ গঙ্গোপাধ্যায়ের কথায়, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রথম পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের ছবি ‘ভূতমুখী’ প্রযোজনা করতে গিয়ে নানা কিছু শেখার অভিজ্ঞতা হয়েছে! পরিচালক-যুগল রজত এবং অরুণাভকে বিশেষ ধন্যবাদ। কারণ তাঁরা এই কাজে নিজেদের মন-প্রাণ উজাড় করে দিয়েছেন। দুর্বার শর্মা এবং শিঞ্জিনী চক্রবর্তী নিজেদের চরিত্রগুলিকে প্রাণবন্ত করেছেন। আর গল্পের কথক অনাগত চরিত্রে অভিনয় করে আমি নিজেও খুবই উপভোগ করেছি। আর আমার ছোটবেলার বন্ধু সাহেবের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।”
লেখক তথা পরিচালক রজত রায় বলেন যে, “আমার হৃদয়ের খুব কাছের একটা কাজ ‘ভূতমুখী’! এই কাজটা ভীষণ আত্মবিশ্বাস দিয়েছে – বহু দিন ধরে এই গল্পটা বলার ছিল; বলতে পেরেছি – সেটা ভেবেই ভাল লাগছে। আমার আশা, এই কাজটা মানুষ পছন্দ করবেন।”
আর এক লেখক তথা পরিচালক অরুণাভ মুখোপাধ্যায়ের বক্তব্য, “প্রথম দিন থেকেই সকলের নজর কেড়েছে ‘ভূতমুখী’ নামটি। আর চলচ্চিত্র নির্মাণের প্রতি গভীর ভালবাসার কারণে আমি সব সময় এমন ছবি দ্বারা অনুপ্রাণিত হয়েছি, যা মানুষের গল্প বলে। এমন মানুষের গল্প, যাঁদের আমরা হয়তো প্রতিদিন দেখি কিংবা হয়তো দেখি না। কিন্তু তাঁদের গল্প আমাদের আত্মাকে ছুঁয়ে যায়।”
অভিনেতা দুর্বার শর্মা বলেন যে, “আমার করা কৃষ্ণ চরিত্রটিতে গভীরতা রয়েছে। আর এই গল্পটি দু’টি ভিন্ন বর্ণের মানুষের দীর্ঘ দিনের ভালবাসা এবং তার পরিণতি নিয়ে। পাশাপাশি এতে একটি থ্রিলিং উপাদানও রয়েছে, যা গল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।” আবার অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর কথায়, “ট্রেলার মুক্তি পাওয়ার পর আমরা অনেক প্রশংসা পাচ্ছি। আমি আন্তরিক ভাবে আশা করি যে, দর্শকরা এই ভিন্ন ধারায় নির্মিত ছবিটি বেশ উপভোগ করবেন।”
আর এক প্রযোজক সাহেব লক্ষ্মণের বক্তব্য, “আমাদের জন্য ‘ভূতমুখী’ এক অত্যন্ত বিশেষ যাত্রা। এটি আমাদের প্রথম ছবি। যেটি উন্মেষ এবং আমি BMS Originals-এ প্রযোজনা করেছি। গল্প বলার প্রতি আমাদের গভীর ভালোবাসা বরাবরই ছিল। আর আমার শৈশবের বন্ধু তথা পার্টনারের সঙ্গে এই সৃজনশীল জগতে পা রাখা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা।”