TRENDING:

Avengers stuntman Taraja Death: মর্মান্তিক! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রখ্যাত স্টান্টম্যান, বাঁচল না তাঁর তিন সন্তানও

Last Updated:

Avengers stuntman Taraja Death: ৪১ বছরের তারাজা ছাড়া মৃত্যু হল তাঁর ১৩ বছরের মেয়ে সুনদারি রামসেস, ১০ বছরের ছেলে কিসাসি রামসেস এবং সদ্যেজাত মেয়ে ফুজিবো রামসেসের। আর এক কন্যা ৩ বছরের সাজিয়া আপাতত স্থিতিশীল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জর্জিয়া: মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেল চারটি প্রাণ। প্রয়াত প্রখ্যাত স্টান্টম্যান তারাজা রামসেস। বাঁচল না তাঁর তিন সন্তানও। মার্ভেল ফিল্মসের ‘ব্ল্যাক প্যান্থার’ এবং ‘অ্যাভেঞ্জার্স’-এর মতো দুনিয়া কাঁপানো ছবিতে স্টান্টম্যান হিসেবে কাজ করেছিলেন তারাজা। গত ৩১ অক্টোবর জর্জিয়া হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। মৃত্যু হল তাঁর তিন সন্তানের।
প্রয়াত স্টান্টম্যান তারাজা রামসেস
প্রয়াত স্টান্টম্যান তারাজা রামসেস
advertisement

আরও পড়ুন: মুখের অতিরিক্ত মেদ নিয়ে নাজেহাল? এই ৮ উপায়ে খুব সহজেই ডাবল চিন কমবে, পাবেন টানটান মুখ!

৪১ বছরের তারাজা ছাড়া মৃত্যু হল তাঁর ১৩ বছরের মেয়ে সুনদারি রামসেস, ১০ বছরের ছেলে কিসাসি রামসেস এবং সদ্যেজাত মেয়ে ফুজিবো রামসেসের। আর এক কন্যা ৩ বছরের সাজিয়া আপাতত স্থিতিশীল।

advertisement

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তারাজা একটি পিকআপ ট্রাক চালাচ্ছিলেন। সেই গাড়িতে ভর্তি শিশুরা, যারা হ্যালোউইন পালন করতে যাচ্ছিলেন। হঠাৎ ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় সেই পিকআপ ভ্যানের। তারাজা, সুনদারি এবং সদ্যোজাত ঘটনাস্থলেই প্রাণ হারায়। ছেলে কিসাসি এবং আর তিন বছরের মেয়েকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিসাসির মৃত্যু হয়। অন্য কন্যাশিশুর অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মার্ভেলের ‘ব্ল্যাক প্যান্থার’ ছাড়াও ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’-এও স্টান্টম্যানের কাজ করেছেন তারাজা। ছবিতে আর্টের বিভাগেও কাজ করতেন তিনি। ৪৩টিরও বেশি ছবিতে কাজ করেছেন তারাজা। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Avengers stuntman Taraja Death: মর্মান্তিক! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রখ্যাত স্টান্টম্যান, বাঁচল না তাঁর তিন সন্তানও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল