TRENDING:

CAA ও NRC-এর প্রচারে ঋত্বিক ঘটকের সিনেমার ব্যবহার, বিজেপির বিরুদ্ধে গর্জে উঠল পরিচালকের পরিবার

Last Updated:

তখনই CAA ও NRC-এর পক্ষে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটককে নিয়ে আসল গেরুয়া শিবির ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাদ পড়লেন না ঋত্বিক ঘটকও ৷ CAA ও NRC- নিয়ে যখন গোটা দেশ উত্তাল৷ বিতর্কের ঝড় সব মহলে ৷ তখনই CAA ও NRC-এর পক্ষে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটককে নিয়ে আসল গেরুয়া শিবির ৷ CAA ও NRC -এর পক্ষে প্রচারে ব্যবহার করা হল ঋত্বিক ঘটকের একের পর এক ছবির সংলাপকে৷ ঋত্বিক ঘটকের পরিচালিত ছবির দৃশ্য ও সংলাপকে ব্যবহার করে বিজেপির যুব মোর্চা একটি প্রোমোশনাল ভিডিও তৈরি করে ৷ বিজেপির এই ধরনের আচরণের তীব্র বিরোধিতা করল ঋত্বিক ঘটকের পরিবার ৷
advertisement

সিনেপ্রেমীরা প্রায় সবাই জানেন ঋত্বিক ঘটকের ছবি মানেই দেশ ভাগের ব্যথা ৷ তাঁর ছবি মানেই ছিন্নমূল মানুষদের গভীর সমবেদনা ৷ মেঘে ঢাকা তাঁরা, সুবর্ণরেখা ও কোমল গান্ধার ঋত্বিকের এই ট্রিলজি তুলে ধরেছিল সেই দেশভাগের যন্ত্রণাকেই ৷ ঋত্বিক ঘটকের পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ঋত্বিকের বেশিরভাগ ছবিই ছিন্নমূল মানুষদের গভীর সমবেদনা থেকে উৎসাহিত। বিশেষ কারণে যারা উদ্বাস্তু হয়েছেন তাঁদের জন্য। তিনি আদ্যন্ত মানবাতাবাদী ও ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তাঁর লেখা বা চলচ্চিত্রের সঙ্গে যাঁরা পরিচিত তারা সবাই এটা জানতেন।’

advertisement

পরিচালকের পরিবার এও জানিয়েছেন, ‘CAA ও NRC -এর পক্ষে ঋত্বিক ঘটকের ছবির সংলাপ কোনওভাবেই ব্যবহার করা উচিত নয় ৷ এই অপপ্রচার বন্ধ করার আবেদন করা হচ্ছে ৷ ’

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় ছোটদের জন্য আলাদা আনন্দ! বাচ্চাদের নিয়ে গেলে মিস করবেন না এই রঙিন পার্ক, রইল হদিশ
আরও দেখুন

তবে বিজেপি নেতা সমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘এটা মোটেই অপপ্রচার নয় ৷ উলটে দেশভাগের ঘটনাকে সঠিকভাবে তুলে ধরা ৷ আমার মনে হয় ঋত্বিক ঘটকের তৈরি সিনেমা এই সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ! তাই এর ব্যবহার ৷’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
CAA ও NRC-এর প্রচারে ঋত্বিক ঘটকের সিনেমার ব্যবহার, বিজেপির বিরুদ্ধে গর্জে উঠল পরিচালকের পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল