সিনেপ্রেমীরা প্রায় সবাই জানেন ঋত্বিক ঘটকের ছবি মানেই দেশ ভাগের ব্যথা ৷ তাঁর ছবি মানেই ছিন্নমূল মানুষদের গভীর সমবেদনা ৷ মেঘে ঢাকা তাঁরা, সুবর্ণরেখা ও কোমল গান্ধার ঋত্বিকের এই ট্রিলজি তুলে ধরেছিল সেই দেশভাগের যন্ত্রণাকেই ৷ ঋত্বিক ঘটকের পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ঋত্বিকের বেশিরভাগ ছবিই ছিন্নমূল মানুষদের গভীর সমবেদনা থেকে উৎসাহিত। বিশেষ কারণে যারা উদ্বাস্তু হয়েছেন তাঁদের জন্য। তিনি আদ্যন্ত মানবাতাবাদী ও ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তাঁর লেখা বা চলচ্চিত্রের সঙ্গে যাঁরা পরিচিত তারা সবাই এটা জানতেন।’
advertisement
পরিচালকের পরিবার এও জানিয়েছেন, ‘CAA ও NRC -এর পক্ষে ঋত্বিক ঘটকের ছবির সংলাপ কোনওভাবেই ব্যবহার করা উচিত নয় ৷ এই অপপ্রচার বন্ধ করার আবেদন করা হচ্ছে ৷ ’
তবে বিজেপি নেতা সমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘এটা মোটেই অপপ্রচার নয় ৷ উলটে দেশভাগের ঘটনাকে সঠিকভাবে তুলে ধরা ৷ আমার মনে হয় ঋত্বিক ঘটকের তৈরি সিনেমা এই সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ! তাই এর ব্যবহার ৷’