মিশমি দাস ওরফে রিনি যতই খলনায়িকা হোন না কেন, বিশ্বাবসু-মিশমির বিয়ে তো গল্পে নতুন মোড় নিয়েছিল। হঠাৎ তবে কী হল?
আরও পড়ুন: ব্লু দ্য কালার অফ গিল্ট! সাইকোলজিক্যাল থ্রিলার! জীবনের গল্প বলবেন পরিচালক নীলাক্ষী সেনগুপ্ত!
জানতে যোগাযোগ করা হয়েছিল অভিনেতাকে। বিশ্বাবসু নিউজ18 বাংলাকে জানান, হয়তো গল্পের প্রয়োজনেই তাঁকে ধারাবাহিক থেকে বিরতি দেওয়া হয়েছে।
advertisement
তাঁর কথায়, "গল্পের প্রয়োজনে মেগায় কিছু চরিত্রকে বারবার আসতে হয়, আবার চলে যেতে হয়। ধারাবাহিকের নির্মাতারা নিশ্চয়ই ভেবেচিন্তেই এখন মেগা থেকে আমাকে দূরে রেখেছেন। যদি তাঁরা আবার মনে করেন, ধারাবাহিকে আমার চরিত্রটি ফেরানো হবে, তা হলে আমি আবার চলে আসব।"
আরও পড়ুন: দুই ডন নিয়ে ডন ৩! ফের বড় পর্দায় একসঙ্গে বিগ বি-শাহরুখ জুটির জল্পনা
একইসঙ্গে তিনি এই 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের নির্মাতাদের ধন্যবাদ জানিয়ে বললেন, "এত কম সময়ে আমার চরিত্রটা যে এত জনপ্রিয়তা আর ভালবাসা পেয়েছে, তার জন্য আমি জি বাংলা এবং ধারাবাহিকের নির্মাতাদের কাছে কৃতজ্ঞ । এবং অবশ্যই দর্শকদের কাছেও | তাঁরা বারবার প্রশ্ন করেন, ‘ভিকি কবে ফিরবে?' এগুলোই তো পাওনা।"
এই মুহূর্তে বিশ্বাবসু স্টার জলসার একটি ধারাবাহিক 'গুড্ডি'র কাজে ব্যস্ত।