ছবির গল্পে অগ্নিভ বোস, এমন একজন লেখক যার শেষ তিনটি বই বাজারে চলেনি! অগ্নিভর জীবনে একটা অন্ধকারময় অধ্যায় আছে, যেটার সঙ্গে তার অবিরাম মানসিক টানাপড়েন চলতে থাকে!
অগ্নিভর বান্ধবী রুক্মিণী বুঝতে পারে না অগ্নিভকে কী ভাবে সামলাবে। এমনই সময়ে অগ্নিভর সঙ্গে মুখোমুখি হয় নেক্রফিলিক সিরিয়াল কিলার তৌফিক আসিফ! অগ্নিভর ইচ্ছে তৌফিককে কেন্দ্রীয় চরিত্র করে তার নতুন বইটা লেখার!
advertisement
আরও পড়ুন: রণবীরের আলিঙ্গনে গদগদ আলিয়া...স্পষ্ট বেবি বাম্প, 'ব্রহ্মাস্ত্র'-র প্রচারে হবু মা-বাবা
তৌফিকের ফাঁসির সাজা শোনানো হয়ে গিয়েছে। এক সপ্তাহ পরে তার ফাঁসি! অগ্নিভ কি পারবে তৌফিককে নিয়ে তার নতুন বইটা লিখতে? তৌফিক আসিফ কি অগ্নিভর জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে? রুক্মিণী কি শেষপর্যন্ত অগ্নিভর পাশে থাকবে? কি এমন লুকিয়ে আছে তৌফিকের অতীত জীবনে?
আরও পড়ুন: সীতার চরিত্রের জন্য ১২ কোটি টাকা চেয়ে ট্রোলড! অবশেষে মুখ খুললেন করিনা
আপাতত 'বিষাক্ত মানুষ'-এর অপেক্ষায় দর্শক। ২ সেপ্টেম্বর সমস্ত রহস্যের সমাধান হবে।
Manash Basak