বাবা অভিষেক বচ্চনের কাছে আরাধ্যাই হলেন, তাঁর পরিবারের ঐশ্বর্য ৷ দাদু অমিতাভ, ঠাকুমা জয়ার কাছেও ছোট্ট আরাধ্যাই সব৷ তাই তো ছোট্ট নাতনির জন্মদিনে জমজমাট গোটা বচ্চন পরিবার ৷
প্রথম বছরের জন্মদিনে, আরাধ্যাকে অভিষেক উপহার দিয়েছিলেন বিএমডব্লু ৷ তবে এবারের উপহারটা সারপ্রাইজই রাখতে চান তিনি ৷ বার্থডে কেক কাটার পরই আরাধ্যার হাতে অভিষেক তুলে দেবে এবারের উপহার ৷ অন্যদিকে মা ঐশ্বর্য হয়ে উঠেছেন নস্ট্যালজিক ৷ ঐশ্বর্য-র কথায়,‘দেখতে দেখতে আরাধ্যা বড় হয়ে উঠছে ৷ ওর জন্মানোর সময়টা খুব মনে পড়ছে ৷’
advertisement
তবে জন্মদিনের পার্টিতে আত্মীয়স্বজ্জন ছাড়া, আর কারও এন্ট্রি নেই ৷ ফিল্ম জগত পার্টিতে থাকতে পারেন বিগিবি-র ঘনিষ্ঠরাই ৷ খাবারে মেন্যুতে রয়েছে নাকি আরাধ্যার ফেভারিট চাইনিজ ফুড!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2015 8:27 PM IST