ভিডিওটিতে দেখা যাচ্ছে শিশুকন্যা দেবীর নাচের তালে পা মিলিয়েছেন স্বয়ং বিপাশা। মা-মেয়ে দুজনকেই বেশ খোশমেজাজে আনন্দ করতে দেখা গিয়েছে। খিলখিল করে হেসে টলমল করা পায়ে যেন মায়ের দিকে এগিয়ে যেতে দেখা যায় দেবীকে। আরামদায়ক এবং এলিগ্যান্ট কালো ড্রেস সেটে স্টাইলিশ অথচ ছিমছাম লুকে দেখা যাচ্ছে বিপাশাকে। আর দেবীকে দেখা গেল মিষ্টি একটা কালো রঙা এ-লাইন ফ্রকে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন যে, ২০২৫ সালের নাচ, বছরের সেরা ভাইব।
advertisement
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কী করবে বাংলাদেশ? বিরাট দাবি ইউনূসের উপদেষ্টার
এক ভক্ত লিখেছেন যে, “আমার পুতুল দেবী!! কী এনার্জি! শেয়ার করার জন্য এবং আমাদের মন ভাল করে দেওয়ার জন্য ধন্যবাদ বিপাশা।” অন্য এক ভক্ত আবার লিখেছেন যে, “নাচের দিক থেকে তো মায়ের জিন পেয়েছে একরত্তি মেয়েটা। এই বয়সেই নিজের সৌন্দর্য আর ক্লাস প্রদর্শন করছে সে।”
আরও পড়ুন: হুগলির স্কুলে গিয়ে মিড-ডে মিল খেলেন রচনা, খাবার মুখে দিতেই হতবাক নেত্রী! কী বললেন জানেন?
গত ২৫ ডিসেম্বর আনন্দের সঙ্গে বড়দিন উদযাপন করেছিলেন তারকা জুটি বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেই উদযাপনের মিষ্টি আদুরে ছবি এবং ভিডিও তাঁরা ভাগ করে নিয়েছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ওই পোস্টে তারকা দম্পতি নিজেদের একরত্তি মেয়ের ঝলক প্রকাশ করেছেন। সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত এবং সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি-র ছবিও তুলে ধরেছেন তাঁরা। তবে এর মধ্যে দেবী আর বিপাশার একটি ছবি সকলের নজর কেড়ে নিয়েছেন। আসলে আদুরে ওই ছবিতে বিপাশার দিকে পাউট করতে দেখা গিয়েছে ছোট্ট দেবীকে। আবার আর একটি ছবিতে দেখা যাচ্ছে যে, সাজানো ক্রিসমাস ট্রি-র পাশে পাউট করে রয়েছে দেবী।
কেরিয়ারের কথা বলতে গেলে ২০০১ সালে রুপোলি পর্দায় পা রেখেছিলেন বিপাশা বসু। ‘অজনবী’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর ২০০২ সালে বিক্রম ভাটের সুপারন্যাচরাল হরর থ্রিলার ‘রাজ’ ছবিতে অভিনয় করে খ্যাতির শীর্ষে উঠে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর ‘চোর মচায়ে শোর’, ‘জিসম’, ‘নো এন্ট্রি’, ‘ধুম ২’, ‘রেস’, ‘বচনা অ্যায় হাসিনো’ এবং ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’-এর মতো স্মরণীয় ছবি এসেছে তাঁর ঝুলিতে। শেষ বার বিপাশাকে দেখা গিয়েছিল ক্রাইম থ্রিলার সিরিজ ডেঞ্জারাস-এ। তারপর থেকে রুপোলি দুনিয়া থেকে দূরেই রয়েছেন তিনি। এমনকী তাঁর আসন্ন কাজ নিয়েও কোনও আপডেট পাওয়া যায়নি।