আরও পড়ুন শরীর নয় তো যেন মাখন! ৫০ ছুঁইছুঁই মালাইকার শরীর আঁকড়ে ঝলমলে ড্রেস
কলকাতার মেয়ে বিপাশা মুম্বইতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ মডেলিং থেকে শুরু তাঁর কেরিয়ার৷ দুনিয়া কাঁপানো সুন্দরী বলিউডেও সমানভাবেই নিজেকে মেলে ধরেছিলেন৷ উল্লেখযোগ্য ছবিও করেছেন তিনি৷ আপাতত নিজের ব্যবসা ও অন্যান্য কাজে ব্যস্ত৷ চুটিয়ে সংসারও করছেন৷ ইতিমধ্যেই মা হওয়ার সুখবর৷ করণ সিং গ্রোভারের ঘরণী এককালে প্রেম ও লিভইন করতেন জন এব্রাহিমের সঙ্গে৷ তবে সে সব অতীত৷ এখন নতুন জীবনের পথে পা বাড়িয়ে বিপাশা৷ মা হতে চলেছেন তিনি৷ গর্ভাবস্থায় তাঁর চোখে মুখে এক অন্য জেল্লা দেখা দিচ্ছে৷
advertisement
অবাঙালি শ্বশুরবাড়ি৷ কিন্তু নিয়ম মেনে হয়েছে সাধ৷ একেবারে বাঙালি ঘরের মতো হয়েছে আর্শীবাদ৷ তারপর একেবারে বিপাশার পছন্দের পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয়েছিল তাঁর সামনে৷ এরপর আধুনিক ভাবে হয় বেবি শাওয়ারও৷ ইন্ডাস্ট্রিতে বিপাশা-করণের বন্ধুরা সকলে এসেছিলেন৷ কেক কেটে হয় উদযাপন৷ তখনই বেশ আবেগঘন পরিবেশ তৈরি হয়৷ কেঁদে ফেলেন বিপাশা৷ অবশ্যই আবেগ আপ্লুত হয়ে তাঁর চোখে জল আসে৷ মুহূর্তে স্ত্রীকে বাহুডোরে নেন করণ৷ একে অপরকে চুমুও খান৷ বিপাশা ও করণের আগামী দিনের জন্য রইল অনেক শুভেচ্ছা৷