সদ্য মা-বাবা হয়েছেন বিপাশা এবং করণ সিং গ্রোভার। তাঁদের একরত্তির নাম দেবী। তার জন্য উপহার পাঠালেন সোনম কাপুর এবং আনন্দ আহুজা। গত অগস্টে পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন তাঁরা।
বন্ধুর মেয়ের জন্য দুই বাক্স ভর্তি উপহার পাঠিয়েছেন সোনম-আনন্দ। দেবীর জন্য রয়েছে ছোট্ট টুপি, রকমারি খেলনা, আরও কত কিছু! আর সেই উপহারগুলিকে সঙ্গ দিচ্ছে সাদা আর গোলাপি রঙের বেলুন।
advertisement
আরও পড়ুন : শাহরুখ প্রেমে বুঁদ ড্রিম গার্ল অভিনেতা! 'মন্নত'-এর পাশ দিয়ে যাচ্ছিলেন আয়ুষ্মান, এরপর যা হল...
আরও পড়ুন: 'আবার বিবাহ অভিযান'! ফের পর্দায় গণশা-মালতীদের গল্প, সঙ্গে থাকছে নয়া চমক
সোনম-আনন্দকে ধন্যবাদ জানিয়ে তাঁদের পাঠানো উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন বিপাশা। লেখেন, 'উপহারগুলি দেবীর খুব পছন্দ হয়েছে।'
২০১৫ সালে ভালবেসে বিয়ে করেছিলেন বিপাসা এবং করণ। চলতি বছরের অগস্টে নায়িকার অন্ত:সত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তাঁরা। ১২ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন বিপাশা। আপাতত একরত্তিকে ঘিরেই আবর্তিত তাঁদের পৃথিবী।