স্টার জলসার পর্দায় ফের সম্প্রচার শুরু হয়েছে ‘ইচ্ছেনদী’র। ১০ জুলাই থেকে স্টার জলসার পর্দায় ফিরেছে ২০১৫ সালে শুরু হওয়া জনপ্রিয় মেগা ধারাবাহিক। কতটা খুশি ‘অনুরাগ’ আর ‘মেঘলা’?
‘‘দারুণ লাগছে। আমি ভীষণ খুশি। মানুষ আমার আর শোলাঙ্কির জুটিকে তখনও প্রচুর ভালবাসা দিয়েছেন, আমার বিশ্বাস আবার আমরা একই রকম ভালবাসা পাব’’, বিক্রমের গলায় উচ্ছ্বাস ও আবেগের মিশেল স্পষ্ট।
advertisement
আরও পড়ুন: ডিপ্রেশনের শিকার আমির কন্যা! ‘পরিবারেও আছে মানসিক স্বাস্থ্যের সমস্যা’, কেন বললেন ইরা?
‘ইচ্ছেনদী’র মাধ্যমেই টলিউডে বিক্রম-শোলাঙ্কির জুটির পথ চলা শুরু। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘শহরের উষ্ণতম দিনে’। এই ছবিতে ফের একসঙ্গে দেখা গেল বিক্রম- শোলাঙ্কিকে।
তার মধ্যেই স্টার জলসার পর্দাতেও ‘ইচ্ছেনদী’র হাত ধরে ফিরছেন দু’জনে। সব মিলিয়ে দারুণ উত্তেজিত শোলাঙ্কি। তাঁর কথায়, ‘‘মানুষ আমাদের এত বছর ধরে ভালবেসেছেন। আবারও তাঁদের ভালবাসা পাব। ভাবতেই ভাল লাগছে।’’