আরও পড়ুন Urfi Javed: এখনও শিক্ষা হয়নি, এবার শরীরে ব্লেড ঝোলালেন উর্ফি জাভেদ
টেলিচক্করের খবর অনুযায়ী, আগের সিজনগুলির তুলনায় সলমন তিনগুণ বেশি পারিশ্রমিক চেয়েছেন৷ কারণ তিনি আগের ২-৩ বার নিজের চার্জ বাড়িয়ে নেননি৷ তবে এবার তিনি বলেই দিয়েছেন যে বেশি টাকা না পেলে এই শো তিনি করছেন না৷ যদিও এই নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি৷
advertisement
যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে সলমনের সঙ্গে চুক্তির হবে ১০৫০ হাজার কোটি টাকার৷ কারণ শেষ শো গুলিতে তিনি পেতেন প্রায় ৩৫০শো কোটি টাকা৷ একটি সংবাদিক সম্মেলনে সলমন এটাও জানান যে তিনি শো ছেড়ে যেতে চাইলেও, প্রযোজকরা তাঁকে বাঁধা দিয়েছেন৷
এরই মধ্যে ১৭জন প্রতিযোগীর সঙ্গে যোগাযোগ করেছে বিগ বসের টিম৷ কারা কারা এই অফার নেবেন, তা এখনও স্পষ্ট নয়৷ অরুণ বিজলানি, দিব্যাঙ্কা ত্রিপাঠী, শিবাঙ্গী জোশি, টিনা দত্ত, আরুষি দত্ত, পুণম পান্ডে, শিবম শর্মা, জয় দুধানে, মুনমুন দত্ত, অজমা ফালাহ, ক্যাট ক্রিশ্চান, জন্নত, জুবেয়, ফয়সল শেখ, কেভিন অলমাসিফর, বসির আলির সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা চলছে৷
তবে বিগ বস আর সলমন যেহেতু সমর্থক, তাই শো শুরুর আগেই সলমনই তৈরি করে দিলেন এই বিখ্যাত শো নিয়ে বিতর্ক! একটি শো হোস্টের জন্য সত্যিই কি সলমন ১হাজার কোটি দর হাঁকাবেন এবং সেই দাবি মেনে নেওয়া হবে কিনা, এটাই সব থেকে বড় প্রশ্ন ও আলোচনার বিষয় বিগ বস সিজন ১৬-র৷