মধুরিমা তুলি মডেলিং থেকে অ্যাকটিং-এ পা রেখেছেন ৷ তিনি একটি তেলুগু ছবিতে পা রেখেছেন ৷ তিনি টেলিভিশনে ধারাবাহিক করেছেন ৷ এছাড়াও মধুরিমা বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ৷ তিনি অক্ষয় কুমাররের সঙ্গে বেবি ছবিতে অভিনয় করেছেন ৷ সেই ছবিরই রোমান্সের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক গানের ভিডিওটি শেয়ার হয়েছে ঘুরে ফিরে ৷ এই ছবিতে মধুরিমার চরিত্র খুব একটা বড় নয় বা গুরুত্বপূর্ণ নয় ৷ তিনি বিগবসে আসচতেই পুরনো ভিডিও শেয়ার হয়েছে ঘুরে ফিরে ৷ অভিনয়ের জন্য বিশেষ ভাবে পরিচিত নয় ৷
advertisement
বিগ বসের জন্য নতুন করে শুরু করতে পারবেন জীবনের বেশ কিছুটা অংশ ৷ বেশ কিছু বিজ্ঞাপনে মধুরিমাকে দেখতে পাওয়া গিয়েছে ৷ তাঁর ছবির কথা বলতে গেলে বলা যায় যে বচনা অ্যায় হাসিনো, হামারি অধুরি কহানি, নাম শবানা, রং বদলতি, কস্তুরি, পরিচয়, কুমুকুম ভাগ্য, সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ২০১৭ সালের চন্দ্রকান্তাতে ৷ চন্দ্রকান্তা ধারাবাহিকে বিশাল বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ৷