খবর অনুযায়ী, প্রাক্তন বিগ বস প্রতিযোগী দাবি করেছেন যে ঘটনাটি গত বছর ঘটেছিল। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআরও নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু হয়েছে। বিগ বস-এর ঘরে এই প্রতিযোগী বেশ জনপ্রিয় ছিলেন। রিয়্যালিটি শো-এর পর নায়িকা যেন দর্শকদের ঘরের মেয়ে হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন: গ্যারেজে ঠাঁই, ২০০ টাকা বেতন, শাহরুখ-অমিতাভের থেকেও বেশি হিট ছবি, নায়কের সংগ্রাম চোখে জল আনবে
advertisement
পুলিশ জানিয়েছে, অভিনেত্রী মুম্বইয়ের বাসিন্দা এবং মডেলিং করছেন। পাশাপাশি অনেক টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগে অভিনেত্রী দাবি করেছেন, তাঁর বন্ধু তাঁকে দিল্লিতে নিজের বাড়িতে ডেকেছিলেন। নায়িকা আমন্ত্রণ রক্ষা করতে দেওলি রোড এলাকার ফ্ল্যাটে পৌঁছান। অভিযোগ, বন্ধু তাঁকে এমন একটি পানীয় দেন, যাতে নেশা হয়ে যায়। এবং তারপর তাঁকে ধর্ষণ করেন। সূত্রের খবর, তদন্ত শুরু হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করা হবে। তবে এ বিষয়ে পুলিশ এখনও সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি।
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১১তম সিজন সম্প্রচার হয়েছিল গত ২০১৭ সালের ১ অক্টোবর। Colors TV-তে প্রিমিয়ার হয়েছিল। টেলিভিশন অভিনেত্রী শিল্পা শিন্ডে সে বছর সিজনে জয়ী ঘোষিত হয়েছিলেন।