মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় একতার ভিডিও নোট শালীনকে দেখান সলমন। এ যেন মেঘ না চাইতে জল। সলমন মঞ্চে দাঁড়িয়ে শালীনকে বলেন, "তোমার পরিশ্রম ব্য়র্থ হয়নি। দেখতে চাও তোমার জন্য কী অপেক্ষা করছে....।" আর ঠিক তখনই ডিসপ্লে তে দেখানো হয়, একতা কাপুরের ভিডিও নোট।
আরও পড়ুন : গভীর গাউনে পাঁচ লহরী হিরে-পান্নার কণ্ঠহারে রিসেপশনে সুন্দরী কিয়ারা, এ বার কি ৭০ কোটির বাংলোয় শুরু সংসার
advertisement
যেখানে একতা বলছেন, " আমি কিছুদিন আগেই বিগ বস-এর বাড়ি ভিজিট করতে গিয়েছিলাম। তখনই শালীন তোমাকে দেখে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম আমার পরবর্তী ধারাবাহিকের মুখ হতে চলেছ তুমি। তুমি প্রস্তাবে রাজি আছো? " এ বার শালীন তে রীতিমতো হতভম্ব।
বিগ বস-এর সেরা নির্বাচিত হন এমসি স্ট্যান। প্রথম রানার শিব ঠাকরে এবং তৃতীয় প্রিয়াঙ্কা চাহর চৌধুরী। কিন্তু বিগ বস ১৬ চ্যাম্পিয়ন না হতে পারলেও শালীনের সামনে খুলে গেল নতুন দরজা। একতা কাপুরের নতুন ধারাবাহিক 'বেকাবু' এর নায়ক হতে চলেছেন শালীন ভনোট।