TRENDING:

টোটো চালালেন অমিতাভ বচ্চন !

Last Updated:

‘পিকু’র জন্য সাইকেল ৷ ‘তিন’-এর জন্য স্কুটার আর টোটো ! বিগ বি আছেন দিব্য ৷ কখনও রাইটার্স ব্লিডিং, কখনও লালবাজার ৷ কখনও আবার ক্যাথিড্রাল চার্চ ৷ কলকাতা থেকে বেরিয়ে কখনও আবার আউশ গ্রাম, শান্তিনিকেতন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘পিকু’র জন্য সাইকেল ৷ ‘তিন’-এর জন্য স্কুটার আর টোটো ! বিগ বি আছেন দিব্য ৷ কখনও রাইটার্স ব্লিডিং, কখনও লালবাজার ৷ কখনও আবার ক্যাথিড্রাল চার্চ ৷ কলকাতা থেকে বেরিয়ে কখনও আবার আউশ গ্রাম, শান্তিনিকেতন ৷ আবার কখনও সকাল সকাল পৌঁছে গিয়েছেন শালিমার স্টেশনে ৷ শ্যুটিংয়ের জন্য দাপিয়ে বেড়াচ্ছেন গোটা বাংলায় ৷ না আছে ক্লান্তি, না আছে বিগ বি-র উৎসাহে ঘাটতি ৷
advertisement

কলকাতায় আছে বেশ কিছুদিন ৷ ‘তিন’ ছবির শ্যুটিং নিয়ে সদা তটস্থ বিগ বি ৷ পরিচালক ঋভু দাশগুপ্ত যা বলছেন অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি৷ তার মাঝেই ফাঁক পেয়ে আসন্ন ছবি ‘ওয়াজির’র প্রোমোশনও সেরে ফেললেন তিনি৷ গ্র্যান্ড হোটেলের ঘরে বসে ব্লগে লিখে ফেলছেন নিজের কথা ৷ ‘তিন’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে কলকাতা যেন নতুন শহেনশাহকে পেল, যে বিগবি একেবারে মন খোলা ৷ তাই তো বয়সকে ফুঁ মেরে উড়িয়ে সাইকেল থেকে স্কুটার, স্কুটার থেকে টোটোও চালালেন বিন্দাস অমিতাভ বচ্চন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
টোটো চালালেন অমিতাভ বচ্চন !