এদিকে দমদমে মডেলের মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশ সূত্রে খবর, আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিদিশা ৷ বান্ধবী ও সহকর্মীদের জন্য আত্মহত্যা করতে পারেন নি বিদিশা ৷ বুধবারও ভোর রাত পর্যন্ত বিদিশাকে বোঝানোর চেষ্টা করেন এক বান্ধবী ৷ বিদিশার বান্ধবীরা তাঁর এক বন্ধু অনুভবের নামে অভিযোগ করেন ৷ তবে বিদিশার পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা অভিযোগে অনুবভের নাম নেই ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত করছে ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন মডেল বিদিশা দে মজুমদার। কিন্তু বান্ধবী এবং সহকর্মীদের বাঁধার মুখে পড়ে তিনি আর সেই কাজ করেননি। বুধবার ভোর রাত পর্যন্ত বিদিশাকে বোঝানোর চেষ্টা করে তার এক বান্ধবী কিন্তু শেষরক্ষা হয়নি।
আরও পড়ুন- প্রেমে প্রত্যাখ্যানের জন্যই আত্মঘাতী বিদিশা? উঠে আসছে এক যুবকের নাম
মডেলের বান্ধবীরা অনুভব বেরা নামে যুবকের বিরুদ্ধে অভিযোগ করলেও নাগেরবাজার থানায় বিদিশার পরিবারের তরফে দায়ের করা অভিযোগে অনুভবের নাম করা হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত চলাচ্ছে। আজ, বৃহস্পতিবার মডেলের ময়নাতদন্ত হবে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে।
সোশ্যাল মিডিয়ায় শেষ বার তাঁকে অনলাইন দেখিয়েছে বুধবার ভোরে। তার পর আর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অনলাইন দেখা যায়নি মডেল বিদিশা দে মজুমদারকে ৷ বান্ধবীরা জানিয়েছেন, মানসিক অবসাদে অনেক দিন ধরেই ভুগছিলেন বিদিশা ৷