Bidisha De Majumdar : প্রেমে প্রত্যাখ্যানের জন্যই আত্মঘাতী বিদিশা? উঠে আসছে এক যুবকের নাম
Bidisha De Majumdar : বুধবার সন্ধ্যায় মডেলের ঝুলন্ত উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ। মৃতদেহ ইতিমধ্যেই পুলিশ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠিয়েছে।
পল্লবী দে-র পরে বিদিশা দে মজুমদার। ফের এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। নাগেরবাজার এলাকার ভাড়া বাড়িতে মাস দেড়েক আগে এসেছিলেন বছর ২১-এর মডেল-অভিনেত্রী বিদিশা।
2/ 6
বুধবার সন্ধ্যায় মডেলের ঝুলন্ত উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ। মৃতদেহ ইতিমধ্যেই পুলিশ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন উঠছিল, কী কারণে আত্মঘাতী হলেন? আত্মহত্যাই তো ? নাকি অন্য কিছু!
3/ 6
তবে জানা যাচ্ছে, ইতিমধ্যেই সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই নোটে বিদিশা জানিয়েছেন, তাঁর আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়।
4/ 6
কিন্তু তা সত্ত্বেও উঠে আসছে এক যুবকের নাম। প্রাথমকি তদন্তে জানা যাচ্ছে, প্রেমে প্রত্যাখ্যানের কারণেই এই পদক্ষেপ করেছেন তিনি।
5/ 6
বিদিশার বান্ধবীরা জানিয়েছেন, এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় বিদিশার। কিন্তু সেই সম্পর্ক মোটেই ভাল চলছিল না বেশ কিছুদিন। অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন যুবক।
6/ 6
এই ঘটনা নিয়ে খুব ভেঙে পড়েছিলেন বিদিশা। বিগত এক মাস ধরে আত্মহত্যা করার কথা বলতেন তিনি। নাগেরবাজারের ফ্ল্যাটে একাই থাকতেন বিদিশা।