TRENDING:

Bidisha De Majumder : চলে গেলেন বিদিশা, রয়ে গেল বন্ধুর জন্মদিনের পার্টি থেকে পাঠানো তাঁর নববর্ষের শুভেচ্ছা

Last Updated:

Bidisha De Majumder : এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফেসবুক লাইভ করেছিলেন তিনি৷ বিদিশার অকাল রহস্যমৃত্যুতে নতুন করে ভাইরাল তাঁর সেই ফেসবুক লাইভ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : তাঁর প্রজন্মের আর পাঁচ জন তরুণীর মতোই বন্ধুদের সঙ্গে মিলে মিশে আনন্দ করতে ভালবাসতেন বিদিশা দে মজুমদার৷ চাইতেন প্রতি মুহূর্তকে উপভোগ করতে৷ তার হদিশ ছড়িয়ে আছে সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলের ইতিউতি৷
Bidisha De Majumder
Bidisha De Majumder
advertisement

সেখানে গত ১৫ এপ্রিল সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন বিদিশা৷ এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফেসবুক লাইভ করেছিলেন তিনি৷ বিদিশার অকাল রহস্যমৃত্যুতে নতুন করে ভাইরাল তাঁর সেই ফেসবুক লাইভ৷

লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে এক জায়গায় জড়ো হয়েছেন বিদিশা ও তাঁর অন্যান্য বন্ধুরা৷ পার্টিতে চলছে উদ্দাম গান৷ বন্ধুর কেক কাটার হুল্লোড়ের মাঝে বিদিশাকে দেখা যাচ্ছে কালো নেটের স্বচ্ছ পোশাকে৷

advertisement

আরও পড়ুন : কনের সাজে অন্যদের মুগ্ধ করলেও বিদিশার নিজের আর ঘর বাঁধা হল না

বেলুন দিয়ে সাজানো পার্টির ছবি ভিডিওবন্দি করেছেন বিদিশা৷ ধরা পড়েছে বন্ধুদের সম্মিলিত হৈ চৈ ও আনন্দ৷ স্ট্রেট হেয়ার, হাল্কা মেক আপে সজ্জিত বিদিশা নিজেও মেতে উঠেছিলেন পার্টির আনন্দ মুহূর্তে৷

আরও পড়ুন : ‘পথের পাঁচালী’-র দুর্গা থেকে মিশরীয় দেবী, বিভিন্ন সাজে নিজেকে সাজাতেন বিদিশা

advertisement

আরও পড়ুন : ‘মানতে পারছি না’, পল্লবীর রহস্যমৃত্যুতে মাত্র ১০ দিন আগে লেখেন বিদিশা

সেরা ভিডিও

আরও দেখুন
বউ রাগ করেছে? চাঁদের আলোয় ডিনার করলেই মন গলে যাবে! জায়গাটা চিনে রাখুন
আরও দেখুন

তারই মাঝে পার্টির ফাঁকে একটু আলাদা হয়ে গেলেন বিদিশা৷ খুঁজে নিলেন অনুরাগীদের বাংলা নতুন বছরের অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পরিসর৷ অনুরাগীদের তিনি ১৪২৯ বঙ্গাব্দের শুভেচ্ছা জানান৷ কামনা করেন, সকলের অপূর্ণ ইচ্ছে যেন এ বছরে পূর্ণ হয়৷ ধন্যবাদ জানান মন্তব্যবাক্সে তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য৷ তার পর আার মিশে যান পার্টির হুল্লোড়ে৷ তখন কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এই বঙ্গাব্দ সম্পূর্ণ দেখতে পাবেন না বিদিশা নিজেই৷ নতুন বছরের শুভেচ্ছা জানানোর পর এক মাসেরও কম সময়ের মধ্যে চিরতরে চলে গেলেন বিদিশা৷ তাঁর এই চলে যাওয়া ঘিরে ক্রমেই জমছে রহস্যের পারদ৷ চলে গেলেন বিদিশা৷ রয়ে গেল তাঁর ভিডিও৷ এবং নতুন বছরের শুভেচ্ছা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bidisha De Majumder : চলে গেলেন বিদিশা, রয়ে গেল বন্ধুর জন্মদিনের পার্টি থেকে পাঠানো তাঁর নববর্ষের শুভেচ্ছা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল