TRENDING:

Bidisha De Majumder: ‘মানতে পারছি না’, পল্লবীর রহস্যমৃত্যুতে মাত্র ১০ দিন আগে লিখেছিলেন বিদিশা

Last Updated:

Bidisha De Majumder: ১৫ মে পল্লবীর দেহ উদ্ধারের পর বিদিশা পোস্টও করেছিলেন সমাজ মাধ্যমে তাঁর প্রোফাইলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ব্যবধান মাত্র ১০ দিনের৷ পল্লবীর চলে যাওয়ার পর সকলকে আরও একবার হতবাক করে দিয়ে বিদায় নিলেন বিদিশা দে মজুমদার৷ দমদমের নাগেরবাজারে রামগড় কলোনির বাড়িতে বুধবার রাতে উদ্ধার হয় এই মডেল-অভিনেত্রীর নিথর দেহ৷ অথচ ১০ দিন আগেও পল্লবীর মৃত্যু মেনে নিতে পারেননি বিদিশা৷ ১৫ মে পল্লবীর দেহ উদ্ধারের পর বিদিশা পোস্টও করেছিলেন সমাজ মাধ্যমে তাঁর প্রোফাইলে৷
Bidisha De Majumder
Bidisha De Majumder
advertisement

তিনি শেয়ার করেছিলেন পল্লবীর একটি সাদাকালো ছবি৷ ক্যাপশনে লিখেছিলেন ‘মানে! কী এসব...মানতে পারলাম না’৷ তার পর ট্যাগও করেছিলেন পল্লবীকে৷ যিনি নিজে পল্লবীর রহস্যমৃত্যু মেনে নিতে পারেননি মন থেকে, তিনি নিজে কী করে এই পথ বেছে নিলেন, ভাবতে পারছেন না ঘনিষ্ঠরা৷

বুধবার রাতে উদ্ধার হয় ২১ বছর বয়সি বিদিশার গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত দেহ৷ পুিলশ সূত্রে জানা গিয়েছে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল৷ উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট-ও৷ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে৷ বিদিশা আত্মঘাতী হয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখা হচ্ছে সেই সম্ভাবনাও৷

advertisement

আরও পড়ুন : শর্মিলার জামাই কুণাল খেমুর জন্মদিনে দেখুন তাঁদের পারিবারিক অ্যালবাম

আরও পড়ুন : উদ্ধত বক্ষে নিটোল বিভাজিকা, রইল এষার একগুচ্ছ লাস্যময়ী ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ ফুটের কালী! পুজোয় মেগা আয়োজন, এখন থেকেই 'এই' মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়
আরও দেখুন

সামাজিক মাধ্যমে বিদিশার পোস্ট তথা তাঁর ঘনিষ্ঠ বৃত্ত থেকে জানা গিয়েছে ইদানীং তিনি মানসিক অস্থিরতার শিকার হয়ে পড়েছিলেন৷ কাজে অমনোযোগী হয়ে পড়ার পাশাপাশি মাঝে মাঝেই অকারণে উদাসী হয়ে পড়তেন৷ ইতিমধ্যেই জল্পনা গুঞ্জরিত, যে বিদিশাও জড়িয়ে পড়েছিলেন সম্পর্কের টানাপড়েনের জালে৷ সেই চাপ সহ্য করতে না পেরেই কি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত? উত্তর খুঁজছেন তাঁর কাছের মানুষজন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bidisha De Majumder: ‘মানতে পারছি না’, পল্লবীর রহস্যমৃত্যুতে মাত্র ১০ দিন আগে লিখেছিলেন বিদিশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল