এত দিন ধরে সম্পর্কের কথা লুকিয়ে রাখার পরে হঠাৎ প্রকাশ্যে এলেন কেন বিবৃতি এবং তথাগত? নিউজ18 বাংলাকে বিবৃতি বললেন, ''আমি তো ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কোনও মন্তব্যই করিনি। লুকোইনি, প্রকাশও করিনি। তাই এখনও বলব, এই বিষয়ে এখনও মন্তব্য করতে রাজি নই। যে দিন নিজের ব্যক্তিগত জীবন, প্রেম জীবন নিয়ে কথা বলব বলে ভাবব, তখন অবশ্যই মুখ খুলব।''
advertisement
কিন্তু ঋষভ এবং তথাগতর সঙ্গে সম্প্রতি যে ছবিটি আপলোড করেছেন বিবৃতি, সেই বিষয়ে অস্বস্তি হয়েছে কোনও? প্রাক্তন এবং বর্তমান একই ফ্রেমে। বিবৃতির বিবৃতি, ''এটা তো 'ভটভটি'র জন্য তোলা ছবি। সে ক্ষেত্রে আমি প্রাক্তন বা বর্তমান হিসেবে কাউকে দেখছি না। এক জন আমার সহ-অভিনেতা, অন্য জন আমার পরিচালক। আর কাজের জন্য তো এ রকম আরও অনেক অনেক ছবি প্রকাশ্যে আসবে।''
আরও পড়ুন: প্রেম করছেন 'পিলু'র ইধিকা আর গৌরব? নতুন গুঞ্জনে মাতল টেলিপাড়া, কী বলছেন নায়িকা?
বিবৃতির কাছে প্রশ্ন রাখা হল, আগামী দিনে যা যা ছবি দেখতে পাওয়া যাবে, তাতে তথাগতর প্রাক্তন স্ত্রী দেবলীনাও থাকবেন তো? বিবৃতি বললেন, ''অবশ্যই। কেন নয়। এত ভাল এক জন সিনিয়র অভিনেত্রীর সঙ্গে ছবিতে থাকতে তো চাই বটেই। ছোটবেলা থেকে টেলিভিশনে ওঁর অভিনয় দেখে বড় হয়েছি।''
আরও পড়ুন: সেটে রাহুলদার বিয়ে, বাড়িতে আমার, গোল্ডেন প্রন, মটন, আর কী ছিল হৃতজিতের রিসেপশনে
অর্থাৎ শিল্পের জন্য সম্পর্কের জটিলতাকে দূরে রাখতেই পছন্দ করছেন সকলে।