TRENDING:

Bibriti Chatterjee: একই ফ্রেমে প্রাক্তন এবং বর্তমান, ঋষভ-তথাগতর সঙ্গে বিবৃতির নতুন ছবি!

Last Updated:

Bibriti Chatterjee: আগামী দিনে যা যা ছবি দেখতে পাওয়া যাবে, তাতে তথাগতর প্রাক্তন স্ত্রী দেবলীনাও থাকবেন তো? কী জানালেন বিবৃতি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রাক্তন ও বর্তমান। একই ফ্রেমে দু'জনের সঙ্গে ছবি বিবৃতি। কিন্তু ভাগ্যের লিখন কে টলাতে পারে। 'ভটভটি' ছবিতে যে দুই এক প্রাক্তন দম্পতি, এক প্রাক্তন যুগল এবং এক বর্তমান যুগলই কেন্দ্রবিন্দুতে রয়েছেন। পেশাগত এবং ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার শিক্ষা এঁরা অনেক আগেই রপ্ত করেছেন। নয়তো কাজের ক্ষতি! তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায় এবং ঋষভ বসু। এক দিকে ঋষভ-বিবৃতি প্রেম করতেন। অন্য দিকে তারকা দম্পতির তকমা পেয়েছিলেন তথাগত-দেবলীনা। কিন্তু খেলা গিয়েছে ঘুরে। সম্পর্কের অদল বদল ঘটে এখন প্রেমে রয়েছেন তথাগত-বিবৃতি।
advertisement

এত দিন ধরে সম্পর্কের কথা লুকিয়ে রাখার পরে হঠাৎ প্রকাশ্যে এলেন কেন বিবৃতি এবং তথাগত? নিউজ18 বাংলাকে বিবৃতি বললেন, ''আমি তো ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কোনও মন্তব্যই করিনি। লুকোইনি, প্রকাশও করিনি। তাই এখনও বলব, এই বিষয়ে এখনও মন্তব্য করতে রাজি নই। যে দিন নিজের ব্যক্তিগত জীবন, প্রেম জীবন নিয়ে কথা বলব বলে ভাবব, তখন অবশ্যই মুখ খুলব।''

advertisement

কিন্তু ঋষভ এবং তথাগতর সঙ্গে সম্প্রতি যে ছবিটি আপলোড করেছেন বিবৃতি, সেই বিষয়ে অস্বস্তি হয়েছে কোনও? প্রাক্তন এবং বর্তমান একই ফ্রেমে। বিবৃতির বিবৃতি, ''এটা তো 'ভটভটি'র জন্য তোলা ছবি। সে ক্ষেত্রে আমি প্রাক্তন বা বর্তমান হিসেবে কাউকে দেখছি না। এক জন আমার সহ-অভিনেতা, অন্য জন আমার পরিচালক। আর কাজের জন্য তো এ রকম আরও অনেক অনেক ছবি প্রকাশ্যে আসবে।''

advertisement

আরও পড়ুন: প্রেম করছেন 'পিলু'র ইধিকা আর গৌরব? নতুন গুঞ্জনে মাতল টেলিপাড়া, কী বলছেন নায়িকা?

বিবৃতির কাছে প্রশ্ন রাখা হল, আগামী দিনে যা যা ছবি দেখতে পাওয়া যাবে, তাতে তথাগতর প্রাক্তন স্ত্রী দেবলীনাও থাকবেন তো? বিবৃতি বললেন, ''অবশ্যই। কেন নয়। এত ভাল এক জন সিনিয়র অভিনেত্রীর সঙ্গে ছবিতে থাকতে তো চাই বটেই। ছোটবেলা থেকে টেলিভিশনে ওঁর অভিনয় দেখে বড় হয়েছি।''

advertisement

আরও পড়ুন: সেটে রাহুলদার বিয়ে, বাড়িতে আমার, গোল্ডেন প্রন, মটন, আর কী ছিল হৃতজিতের রিসেপশনে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অর্থাৎ শিল্পের জন্য সম্পর্কের জটিলতাকে দূরে রাখতেই পছন্দ করছেন সকলে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bibriti Chatterjee: একই ফ্রেমে প্রাক্তন এবং বর্তমান, ঋষভ-তথাগতর সঙ্গে বিবৃতির নতুন ছবি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল