TRENDING:

Bhuswargo Bhoyonkawr Review: ফেলু মিত্তিরের মগজাস্ত্র রহস্যের ‘কুণ্ডু স্পেশ্যাল’ নাকি ‘থমাস কুক’? কতটা জমজমাট ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’? পড়ুন রিভিউ

Last Updated:

Bhuswargo Bhoyonkawr Review: সৃজিত পরিচালিত অন্যান্য ফেলুকাহিনির তুলনায় তো বটেই, এই ওটিটি সিরিজ এগিয়ে থাকবে ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘সোনার কেল্লা’ পরবর্তী একাধিক ফেলু-ছবি ও টেলি সিরিজের থেকেও। লিখছেন অর্পিতা রায়চৌধুরী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অপরাধের অকুস্থল যে প্রদোষচন্দ্র মিত্রের এত বড় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে, বোধহয় ভাবতে পারেননি স্রষ্টা নিজেও৷ সেই অভূতপূর্ব কাণ্ডের সাক্ষী এ বার ফেলুভক্তরা৷ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ দেখে একথা মনে হতেই পারে, এখানে রম্যদীপ সাহার ক্যামেরায় কাশ্মীরের নিসর্গ টক্কর দিয়েছে মিত্তিরমশাইয়ের সঙ্গে৷ অনেক সময়ে মগজাস্ত্রকে টেক্কাও দিয়ে গিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য৷ কাশ্মীরের প্রেক্ষাপটে থ্রি মাস্কেটিয়ার্সের এই গল্প ফেলু মিত্তিরের স্বর্ণযুগের অভিযান নয়৷ তার কীর্তির একনিষ্ঠ অনুরাগীদের প্রিয় গল্পের তালিকায় এই অ্যাডভেঞ্চার চট করেও আসেও না৷ কিন্তু ওটিটি সিরিজ বড় বালাই৷ তাই হয়তো পটভূমির ধারে ও ভারের জোরেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বেছে নিয়েছেন ১৯৮৭ সালে শারদীয়া দেশ-এ প্রকাশিত এই অভিযান৷ সৃজিত পরিচালিত অন্যান্য ফেলুকাহিনির তুলনায় তো বটেই, এই ওটিটি সিরিজ এগিয়ে থাকবে ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘সোনার কেল্লা’ পরবর্তী একাধিক ফেলু-ছবি ও টেলি সিরিজের থেকেও৷
News18
News18

Bhuswargo Bhoyonkawr U

4/5
20 December 2024|Bengali3 hrs 30 mins|Thriller
Starring:Tota Roy Choudhury, Anirban Chakrabarti, Kalpan Mitra, Rajatava Dutta, Riddhi Sen, Sawon Chakraborty, Debesh Chatterjee, Aniruddha GuptaDirector:Srijit MukherjiMusic:Joy Sarkar
Watch Trailer
advertisement

প্রথম এপিসোড থেকেই সেই উত্তরণের পথে যেতে মন্দ লাগে না দর্শকদের৷ তাল কাটতে শুরু করে টোটা রায়চৌধুরীর সংলাপ উচ্চারণে৷ তিনি শীর্ষাসনে যতটা দক্ষ, সেই পারদর্শিতার কিছুটা কাজে লাগিয়েও যদি বাচনঙ্গিতে সামান্য পরিবর্তন আনতেন, নৈরাশ্যের পাল্লা হালকা হত অনেকটাই৷ বরং, এই সিরিজে জটায়ু এবং তোপসে বেশ সপ্রতিভ৷ এখানে লালমোহনবাবু ষোলআনাই প্রদোষ সি মিটারের পায়ে নিবেদন করে বসে নেই৷ তিনিও টুকটাক রক্তবরণ মুগ্ধকরণ কিছু প্রত্যুত্তর ফিরিয়ে দেন সন্ধ্যাশশী বন্ধুকে৷ বিশেষ করে মার্তণ্ড মন্দিরে তোপসে-জটায়ুর সিকোয়েন্স ভাল লাগার মতোই৷ যে প্রজন্ম গোয়েন্দা একেনবাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তীকে দেখে অভ্যস্ত, তাঁদের চোখে কিঞ্চিৎ স্মার্ট জটায়ুকে দেখলে হোঁচট হয়তো কম লাগে৷

advertisement

অন্য এক হোঁচট অবশ্য অপেক্ষা করে আছে প্রথম দৃশ্যেই৷ ১৯৮৯ সালের ভূস্বর্গে কি রিমোট চালিত টেলিভিশনসেট ছিল? সেটাও নয় মেনে নেওয়া গেল৷ কিন্তু হোরেশিওকে বলা হ্যামলেটের সেই অমোঘ উক্তি সম্পর্কে একজন অবসরপ্রাপ্ত বিচারক সম্পূর্ণ অজ্ঞ? সবই তাঁর সিলেবাসের বাইরে? নাকি গল্পের কেন্দ্রে থাকা পিতা-পুত্রের সম্পর্ক-প্রতিহিংসা-প্রতিঘাতের দ্বন্দ্বকে আরও আবর্তিত করতেই তাঁর সামনে ‘হ্যামলেট’ শব্দটা বলানো? বাবা ছেলের সম্পর্কের টানাপড়েন, মৃত্যুদণ্ডের প্রাসঙ্গিকতা ঘিরে দানা বেঁধেছে যে রহস্য, সে গল্প সত্যজিৎ-পাঠকদের বিলক্ষণ জানা৷ শ্রোতারাও এতদিনে গল্প জেনে গিয়েছেন অডিও বুকের দৌলতে৷ তাই বহুচর্চিত ফেলুকাহিনি পর্দায় পেশ করতে যে মুনসিয়ানার দরকার, তার ছাপ এই ছবির সর্বত্র৷ পরিচালক অবিকল পাতার পর পাতা গল্প বই থেকে পড়ে যাননি৷ আবার মূল কাহিনীর প্রতি আনুগত্যও হারাননি৷ কাশ্মীরের পহলগাঁওতে লিডার নদীর পাশে তাঁবুতে অবসরপ্রাপ্ত বিচারককে খুন ও তার বহুমূল্য হিরের আংটি চুরির রহস্যের পরতে পরতে শেষ পর্যন্ত বজায় ছিল রোমাঞ্চ এবং টান টান উত্তেজনা।

advertisement

এর আগের ফেলুদা-সিরিজেও সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন সৃজিত৷ কাশ্মীর কান্ডও তার ব্যতিক্রম নয়৷ এই ছবিতে ফেলুদা বরফসাদা হিমালয় দেখে একই কথা বলছে যেমন ‘হীরক রাজার দেশে’ ছবিতে বলেছিল গুপী গাইন৷ তার গানই আবৃত্তি করেছে ফেলুদা৷ রচয়িতার নাম হিসেবে জটায়ু যখন ‘রবীন্দ্র-নজরুল’-এর নাম বলছেন, তখন মৃদু মাথা নেড়ে ফেলুদার উত্তর ‘কাছাকাছি’৷ এ দৃশ্য সিকোয়েন্স হিসেবে ভাল৷ কিন্তু টোটার আবৃত্তির সময় মনের কানে ভাসে অনুপ ঘোষালের কণ্ঠের গানটিই৷ এছাড়াও গল্পে বার বার এসেছে সত্যজিতের একাধিক কাজের উল্লেখ৷ শুধু প্ল্যানচেটের বুজরুকি প্রসঙ্গে ‘গ্যাংটকে গণ্ডগোল’, ‘গোঁসাইপুর সরগরম’-এরও উল্লেখ থাকলে আরও নিশ্ছিদ্র হত চিত্রনাট্য৷ এছাড়া গল্পের দাবিতে ফেলুদার অন্যান্য কীর্তির বিশেষ মুহূর্তের দৃশ্যায়নও এখানে দিব্যি মানানসই৷ তিলেক সুযোগে মগনলাল মেঘরাজের ভূমিকায় নিজের এক্সট্রা আর্ডিনারি অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন খরাজ মুখোপাধ্যায়৷ নানা জটিলতায় মেঘরাজের চরিত্রে খরাজকে নিয়ে ‘যত কান্ড কাঠমান্ডুতে’ ওটিটি প্ল্যাটফর্মে এখনও না আসার দীর্ঘশ্বাস আরও গভীর হল৷

advertisement

আরও পড়ুন : অনীকের পরিচালনা ও জিতুর অভিনয়ে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য নামেও ‘অপরাজিত’, কাজেও অপরাজিত

আগাথা ক্রিস্টির বিখ্যাত থ্রিলার ‘অ্যান্ড  দেন দেয়ার ওয়্যার নান’-এর বিপরীত প্রচ্ছায়া ছোঁয়া এই ফেলুদা অ্যাডভেঞ্চারে গত শতকের আটের দশকের শেষভাগের কাশ্মীরকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টার কোনও খামতি নেই৷ অসামান্য কারিগরিতে আনা হয়েছে উগ্রপন্থার মতো বিষয়কে৷ কিন্তু এই সংযোজনে নষ্ট হয়নি গল্পের স্বাদ বা মেজাজ৷ চিত্রনাট্যে অভাব ছিল না সহজাত রসবোধেরও৷ ফেলুদাকে ‘রহস্যের কুণ্ডু স্পেশ্যাল’ বলেছে জটায়ু। উত্তরে ফেলুদার আর্জি, ‘থমাস কুক’-ও তো বলা যায়! এছাড়াও সংলাপের ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে আছে ‘আমির খসরু’-কে ‘খুচরো সাহেব’ বলা থেকে শুরু করে ‘কালাশনিকভ’-এর মধ্যে জটায়ুর কৈলাস সংযোগ খুঁজে পাওয়া। অভিনয়ের ক্ষেত্রে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র এবং অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে বলতেই হয় রজতাভ দত্ত, দেবেশ চট্টোপাধ্যায় এবং ঋদ্ধি সেনের কথা৷ শিকারার কারুকাজ, তাঁবুর অন্দরমহল থেকে জটায়ুর কাঁধের ঝোলায় ঘুরেফিরে এসেছে বাঙালির চিরচেনা কাশ্মীরি সূচিশিল্প৷ অভিনেতাদের পরনে থাকা কাশ্মীরি শালও নজর কেড়েছে৷ নিখুঁত শিল্প নির্দেশনাকে আরও অর্ঘ্যপূর্ণ করেছে স্পেশাল টাস্ক ফোর্সের পুলিশ অফিসারের চরিত্রের ‘বংশী চন্দ্রগুপ্ত’ নামকরণে৷ পাকিস্তান ও কাশ্মীরে শিকড় ফেলে আসা এই শিল্পী তথা শিল্প নির্দেশকের হাতের জাদুতে সেজেছে সত্যজিতের মণিমুক্তোসম একের পর এক ছবির সেট৷ তাঁদের যুগলবন্দি বজায় ছিল ‘নায়ক’-সহ ‘পথের পাঁচালী’ থেকে ‘শতরঞ্জ কে খিলাড়ি’ পর্যন্ত৷ যদিও অধিকাংশ দর্শকের কাছে তিনি বঙ্গসন্তান ‘বংশীচন্দ্র গুপ্ত’ হয়েই আছেন৷

advertisement

আরও পড়ুন : দেখো রে নয়ন মেলে অভিনবের অভিনয়! কিন্তু কতটা জমল ফেলু মিত্তিরের মগজাস্ত্রের অভিযান?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্দর-দৃশ্য বাদ দিলে যখনই কাশ্মীরের ল্যান্ডস্কেপ এসেছে, তখনই যেন একমুঠো তুঁতে আবির ছড়িয়ে পড়েছে পর্দায়৷ এই অতিরিক্ত নীল আভায় একটু চোখ কড়কড় করেছে বৈ কী! ঠিক যেমন চোখে লেগেছে রহস্যের শেষ পর্যন্ত লাল পাগড়ি-সানগ্লাস পরা এক ‘তাসুড়ে জুয়াড়ি’-র অনাবশ্যক নীরব উপস্থিতি৷ মূল গল্পে অনেক আগেই বিদায় নিয়েছিল সে৷ এ সব খুচরো চোখের বালি দূর হয়ে যায় আবহে সুপ্রাচীন বাদ্যযন্ত্র রবাবে আদি অকৃত্রিম ফেলুদা টিউন শুনে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhuswargo Bhoyonkawr Review: ফেলু মিত্তিরের মগজাস্ত্র রহস্যের ‘কুণ্ডু স্পেশ্যাল’ নাকি ‘থমাস কুক’? কতটা জমজমাট ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’? পড়ুন রিভিউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল