Ekta Kapoor: পাহাড়ের টানে নতুন বছরের শুরুতেই দার্জিলিংয়ে একতা কাপুর, উর্বশী ঢোলাকিয়া! চুটিয়ে করলেন উপভোগ, ঘুরে দেখলেন উত্তরবঙ্গের এইসব জায়গা
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Ekta Kapoor: নতুন বছরের শুরুতেই পাহাড়ের কোলে ছুটি কাটিয়ে ২০২৬-কে স্বাগত জানালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া। ‘কোমোলিকা’ খ্যাত এই অভিনেত্রী প্রযোজক একতা কাপুর ও অভিনেত্রী চারু মেহরার সঙ্গে দার্জিলিং সফরে যান, যেখানে প্রকৃতির মাঝেই কাটান বছরের প্রথম কয়েকটি দিন।
advertisement
1/5

নতুন বছরের শুরুতেই পাহাড়ের কোলে ছুটি কাটিয়ে ২০২৬-কে স্বাগত জানালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া। ‘কোমোলিকা’ খ্যাত এই অভিনেত্রী প্রযোজক একতা কাপুর ও অভিনেত্রী চারু মেহরার সঙ্গে দার্জিলিং সফরে যান, যেখানে প্রকৃতির মাঝেই কাটান বছরের প্রথম কয়েকটি দিন। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
এই সফরে তাঁরা দার্জিলিংয়ের একাধিক পর্যটনস্থল ঘুরে দেখেন। লামাহাটার সবুজ পাহাড়, শান্ত পরিবেশ ও মনোরম দৃশ্য তাঁদের বিশেষভাবে মুগ্ধ করে। পাশাপাশি রক গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ঝর্ণার দৃশ্যও উপভোগ করেন তাঁরা।
advertisement
3/5
উর্বশী ঢোলাকিয়া সোশ্যাল মিডিয়ায় এই ভ্রমণের নানা ছবি ও ভিডিও শেয়ার করেছেন। পাহাড়ঘেরা পরিবেশে বন্ধুদের সঙ্গে হাসি-আড্ডা, প্রকৃতির মাঝে স্বস্তির মুহূর্ত স্পষ্ট ধরা পড়েছে সেই ছবিগুলিতে, যা ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে।
advertisement
4/5
এক পোস্টে উর্বশী জানান, পাহাড়ে অনেক জায়গায় ফোনের নেটওয়ার্ক না থাকলেও সেই সময়টাই তাঁদের কাছে আরও মূল্যবান হয়ে উঠেছিল। প্রযুক্তি থেকে দূরে থেকে একে অপরের সঙ্গে সময় কাটানোই ছিল এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি।
advertisement
5/5
সব মিলিয়ে, বছরের শুরুতেই পাহাড়ের শান্ত পরিবেশে কাটানো এই সফর উর্বশী ঢোলাকিয়ার কাছে শুধুমাত্র একটি বেড়ানো নয়, বরং মানসিকভাবে নতুন বছরের জন্য নিজেকে প্রস্তুত করার এক বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)