তবে এবার করণ জোহর নয়, বরং ‘লাস্ট স্টোরি’-তে জোয়া আখতারের ছবি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ভূমি পেডনাকর ৷ লাস্ট স্টোরি ছবির একটি গল্পে অভিনয় নিয়ে একটি ইংরেজি ওয়েবসাইটের সোজাসুজি জানালেন ভূমি, ‘যৌনদৃশ্যে অভিনয় করার পর আমি রীতিমতো দুঃখ পেয়েছিলাম ৷ মেঝেতে মুখ লুকিয়ে কেঁদে ফেলেছিলাম!’
ছবি নিয়ে বলতে গিয়ে ভূমি আরও বলেন, ‘আমি বরাবরাই ছবির বিষয়কে বিচার করি অভিনয়ের ক্ষেত্রে ৷ আর এবার তো আমার শুধু বিষয় নয়, পছন্দসই পরিচালক জোয়াও ছিল ৷ আমি জানতাম জোয়া এমন একটি গল্প তৈরি করবেন, যা কিনা একেবারেই অন্যভাবনার হবে ৷ সেটাই হয়েছে ৷ লাস্ট স্টোরিতে অভিনয়ের পর, আমি প্রচুর এসএমএস পেয়েছি ৷ প্রচুর শুভেচ্ছা পেয়েছি ৷’
advertisement
ছবির শুরুতে যৌন দৃশ্য নিয়ে বলতে গিয়ে ভূমি জানালেন, ‘আমি জানতাম ওই দৃশ্য খুবই সুন্দর করে দৃশ্যায়ণ করবেন জোয়া ৷ কারণ, দৃশ্যটি খুবই দরকার ছিল ছবিটির জন্য ৷ না হলে, অনুভূতিগুলো বোঝানো সম্ভব হত না ৷ আমার মা ওই দৃশ্যের প্রশংসা করেছে ৷ আমার অভিনয়ের প্রশংসা করেছে ৷ এর থেকে বেশি কিছু চাই না ৷ ’