আরও পড়ুন মেগা চমক! ম্যাক্সি ছেড়ে লাল টুকটুকে বেনারসিতে রাণু মণ্ডল, বললেন 'ইয়া কয়া হুয়া'!
মেক্সিকোর টুলুমে বেড়াতে গিয়েছেন ভূমি৷ খুবই সুন্দর জায়গা৷ এবং অবশ্যই সমুদ্র সর্বস্ব এই শহর৷ সেখানেই ছুটিতে বলিউড নায়িকা৷ নিজেই পোস্ট করেছেন সেই ছবি৷ বছরের শুরুতে এভাবে মনোরম পরিবেশে কাটাচ্ছেন তিনি৷ নিজেই লিখেছেন, নতুন বছরের এ’কটা দিন যেভাবে কাটছে...আর তারই সঙ্গে একগুচ্ছ ছবি তিনি পোস্ট করেছেন৷ যেহেতু সমুদ্র তাই খোলামেলা পোশাক পরেছেন ভূমি এবং তাঁকে মানিয়েও গিয়েছে৷ কখনও সমুদ্রে বিকিনি পরে ঢেউ পার করছেন তো কখনও বন্ধুদের সঙ্গে আড্ডা৷ তবে সব থেকে যেটা নজর কেড়েছে সেটা হল দোলনায় দোলা৷
advertisement
আলো আঁধারিতে দোলনায় দোল খাচ্ছেন ভূমি পেডনেকর৷ বিকিনির উপর পরেছেন শ্রাগ৷ একটা হাল্কা-পাতলা কাপড়ে ঢেকে রয়েছে শরীর৷ দোল খেয়ে সামনের দিকে আসতেই স্পষ্ট হচ্ছে মেদহীন টানটান শরীর৷ সেখানেই ফুটে উঠছে তাঁর বিকিনি৷ অদ্ভূত এক মায়ার জগত তৈরি করেছেন ভূমি এই ছবিতে৷ তাই তো সব ছবির মধ্যে এটাতেই বেশি লাইক ও কমেন্ট এসেছে৷