মেগা চমক! ম্যাক্সি ছেড়ে লাল টুকটুকে বেনারসিতে রানু মণ্ডল, বললেন 'ইয়া কয়া হুয়া'!

Last Updated:

রানু মণ্ডল মানেই সুরেলা কণ্ঠ৷ গান ছাড়া তো রানু হন না৷ তাই এই মেকআপেও তিনি গান গেয়ে মন ভরালেন সকলের৷

#নদিয়া: রানু মণ্ডল মানেই ভাইরাল৷ রানাঘাটের রানু একসময় নেটদুনিয়ায় সুপার হিট হলেও কিছুদিন ধরে তিনি কেমন রয়েছেন, তার খোঁজ মিলছিল না৷ তবে এবার একেবারে নয়া অবতারে রানু! কনের সাজে তিনি ধরে দিলেন সকলের সামনে৷
মাথায় মুকুট পরে, কপালে চন্দন, লাল ওড়না এবং বেনারসি সাড়িতে অন্য লুকে রানু মণ্ডল৷ রানুর নানা মেকওভার হয়েছে৷ তবে এরম ভাবে তো কখনও তাকে দেখা যায়নি৷ তাহলে হল কী? এভাবে সেজে আবার প্রাণ খুলে গানও গাইলেন একটা ইন্টারনেট সেনসেশন!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এভাবে জাকজমকালো সাজে রানু মণ্ডলকে দেখা গিয়েছে বেশ কয়েকটি ভিডিওতে৷ প্রথমে তিনি পরেছিলেন একটি লাল ছোপ ছোপ ম্যাক্সি৷ সেই ম্যক্সি ছেড়ে তিনি পরলেন লাল টুকটুকে বেনারসি শাড়ি৷ সঙ্গে সুন্দর করে মেকআপ করা হল তার৷ একেবারে যে ভাবে বিয়ের কনেদের সাজানো হয়, সেইভাবেই রানুকেও সাজানো হল৷ বাদ গেল না কপালের চন্দনও৷ এমনকি মাথায় শোলার মুকুটও পরলেন রানাঘাটের রানু মণ্ডল৷ মেকআপ শেষ হতেই একেবারে বউয়ের সাজে নজরে এল ভাইরাল রানু৷ কিন্তু কেন এভাবে সাজলেন তিনি৷
advertisement
রানু মণ্ডল মানেই সুরেলা কণ্ঠ৷ গান ছাড়া তো রানু হন না৷ তাই এই মেকআপেও তিনি গান গেয়ে মন ভরালেন সকলের৷ কখনও গাইলেন হিন্দি গান, ইয়ে কয়া হুয়া তো কখনও বাংলার টুম্পা শোনা রানুর কণ্ঠে৷ তবে কেন এই সাজ? এবার বোঝা গেল আসল কারণ৷ জয়িতা দাস নামে এক প্রসিদ্ধ মেকআপ আর্টস্ট গিয়েছেন রানুর বাড়িতে, রানুকে সাজাতে৷ সুন্দর করে, যত্ন নিয়ে তিনি অন্য রূপ তুলে ধরলেন রানু মণ্ডলের৷ পরিচিত রানু মণ্ডল যেন একেবারে অন্য রকম হয়ে উঠলেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেগা চমক! ম্যাক্সি ছেড়ে লাল টুকটুকে বেনারসিতে রানু মণ্ডল, বললেন 'ইয়া কয়া হুয়া'!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement