মেগা চমক! ম্যাক্সি ছেড়ে লাল টুকটুকে বেনারসিতে রানু মণ্ডল, বললেন 'ইয়া কয়া হুয়া'!

Last Updated:

রানু মণ্ডল মানেই সুরেলা কণ্ঠ৷ গান ছাড়া তো রানু হন না৷ তাই এই মেকআপেও তিনি গান গেয়ে মন ভরালেন সকলের৷

#নদিয়া: রানু মণ্ডল মানেই ভাইরাল৷ রানাঘাটের রানু একসময় নেটদুনিয়ায় সুপার হিট হলেও কিছুদিন ধরে তিনি কেমন রয়েছেন, তার খোঁজ মিলছিল না৷ তবে এবার একেবারে নয়া অবতারে রানু! কনের সাজে তিনি ধরে দিলেন সকলের সামনে৷
মাথায় মুকুট পরে, কপালে চন্দন, লাল ওড়না এবং বেনারসি সাড়িতে অন্য লুকে রানু মণ্ডল৷ রানুর নানা মেকওভার হয়েছে৷ তবে এরম ভাবে তো কখনও তাকে দেখা যায়নি৷ তাহলে হল কী? এভাবে সেজে আবার প্রাণ খুলে গানও গাইলেন একটা ইন্টারনেট সেনসেশন!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এভাবে জাকজমকালো সাজে রানু মণ্ডলকে দেখা গিয়েছে বেশ কয়েকটি ভিডিওতে৷ প্রথমে তিনি পরেছিলেন একটি লাল ছোপ ছোপ ম্যাক্সি৷ সেই ম্যক্সি ছেড়ে তিনি পরলেন লাল টুকটুকে বেনারসি শাড়ি৷ সঙ্গে সুন্দর করে মেকআপ করা হল তার৷ একেবারে যে ভাবে বিয়ের কনেদের সাজানো হয়, সেইভাবেই রানুকেও সাজানো হল৷ বাদ গেল না কপালের চন্দনও৷ এমনকি মাথায় শোলার মুকুটও পরলেন রানাঘাটের রানু মণ্ডল৷ মেকআপ শেষ হতেই একেবারে বউয়ের সাজে নজরে এল ভাইরাল রানু৷ কিন্তু কেন এভাবে সাজলেন তিনি৷
advertisement
রানু মণ্ডল মানেই সুরেলা কণ্ঠ৷ গান ছাড়া তো রানু হন না৷ তাই এই মেকআপেও তিনি গান গেয়ে মন ভরালেন সকলের৷ কখনও গাইলেন হিন্দি গান, ইয়ে কয়া হুয়া তো কখনও বাংলার টুম্পা শোনা রানুর কণ্ঠে৷ তবে কেন এই সাজ? এবার বোঝা গেল আসল কারণ৷ জয়িতা দাস নামে এক প্রসিদ্ধ মেকআপ আর্টস্ট গিয়েছেন রানুর বাড়িতে, রানুকে সাজাতে৷ সুন্দর করে, যত্ন নিয়ে তিনি অন্য রূপ তুলে ধরলেন রানু মণ্ডলের৷ পরিচিত রানু মণ্ডল যেন একেবারে অন্য রকম হয়ে উঠলেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেগা চমক! ম্যাক্সি ছেড়ে লাল টুকটুকে বেনারসিতে রানু মণ্ডল, বললেন 'ইয়া কয়া হুয়া'!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement