TRENDING:

রোগা হলেন ভূমি, অবাক আয়ুষ্মান !

Last Updated:

কাঁধে তুলে দৌঁড়েছিলেন তিনি ৷ তাই ভূমি-র ওজন ঠিক কত ছিল, ভালোই টের পেয়েছিলেন আয়ুষ্মান খুরানা ৷ তাই রোগা ভূমিকে দেখে হতবাক হলেন আয়ুষ্মান ৷ আর সোজাসুজি ভূমিকে জিজ্ঞেস করেই বসলেন, ‘রোগা হলে কী করে ?’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কাঁধে তুলে দৌঁড়েছিলেন তিনি ৷ তাই ভূমি-র ওজন ঠিক কত ছিল, ভালোই টের পেয়েছিলেন আয়ুষ্মান খুরানা ৷ তাই রোগা ভূমিকে দেখে হতবাক হলেন আয়ুষ্মান ৷ আর সোজাসুজি ভূমিকে জিজ্ঞেস করেই বসলেন, ‘রোগা হলে কী করে ?’
advertisement

প্রকাশ্যে এসেছে আয়ুষ্মান খুরানা ও ভূমি পেদনেকরের নতুন ছবি ‘মনমর্জিয়া’র পোস্টার ৷ পোস্টারে শুধু আয়ুষ্মান নয়, গোটা বলিউডকে তাক লাগিয়েছেন ভূমি ৷ প্রথম ছবি ‘দম লগাকে হইসা’তে একটু মেদ নিয়ে অভিনয় করেছিলেন তিনি ৷ ছবির গল্পও ছিল মোটা মেয়ের বিয়ে নিয়ে ! তবে বলিউডে এই শরীর নিয়ে বেশি দিন যে থাকা যাবে না, সেটা ভালই বুঝতে পেরেছেন ভূমি ৷ তাই তো নিজেকে একেবারে পালটে ফেলে, নতুন করে আত্নপ্রকাশ !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

‘মনমর্জিয়া’ ছবিতে ভূমিকে দেখা যাবে পাঞ্জাবি এক মেয়ের চরিত্রে ৷ এই ছবিও রোম্যান্টিক ছবি ৷ ‘মনমর্জিয়া’র প্রোমোশনে এসে, আয়ুষ্মান জানালেন, ‘আমি আর ভূমি এবার একেবারে নতুন জুটি ৷ কারণ ভূমি আর মোটা নেই !’

বাংলা খবর/ খবর/বিনোদন/
রোগা হলেন ভূমি, অবাক আয়ুষ্মান !