আরও পড়ুন: ভেজা চুল, পরনে বিকিনি! ফাঁস পাঠান-এর সেট থেকে দীপিকার একাধিক সাহসী ছবি
কিছুদিন আগেই যখন দুর্ঘটনার কবলে পড়েন 'কাঁচা বাদাম' (Kacha Badam) গান খ্যাত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar), তখনই 'আমার নতুন গাড়ি' নামে একটি গান লেখেন তিনি! এবার সেই নতুন গানের শ্যুটিং করতেই ভুবন পাড়ি দিলেন মুম্বই। জানা গিয়েছে, গতকাল রাত বারোটা নাগাদ বীরভূমে নিজের বাড়ি থেকে সদলবলে তিনি উড়ে গিয়েছেন মায়ানগরী (Bhuban Badyakar Records Song In Mumbai)। মুম্বইয়ে সাদামাটা ভুবন বাদ্যকরকে দেখে চেনাই দায়! মাথায় স্পাইক করা চুল, গলায় প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ির মতো চেন, হাতের প্রতিটি আঙুলে সোনার আংটি। গানের স্টুডিও থেকে বেরিয়েই ভুবন জানালেন, প্রথমবার মুম্বই এসে তিনি খুব খুশি।
advertisement
আরও পড়ুন: নতুন রেকর্ড গড়ে ফেলল 'দ্য কাশ্মীর ফাইলস'! বিরাট সাফল্য বিবেক অগ্নিহোত্রীর ছবির
জীবন অনেক পাল্টে গিয়েছে ভুবন বাদ্যকরের (Bhuban Badyokor)। তিনি এখন বিখ্যাত। বাদাম বিক্রি করার সময় দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর যে গান গাইতেন, আজ তা শুনছে অস্ট্রেলিয়া থেকে পতুর্গাল কিংবা তানজানিয়া। বানানো হচ্ছে রিল ভিডিও, নিমেষে সে-সব ভাইরালও হচ্ছে! এক কথায় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার নয়া সেনশেসন ভুবন। রোজই লোকের আনাগোনা লেগে রয়েছে, তাঁর সঙ্গে দেখা করতে ভিড় করছেন অনেকে। সেলফি তুলছেন, গান গাইতে বলছেন, রেকর্ড করছেন। ভোটের প্রচারেও তাঁকে দেখা যাচ্ছে সর্বত্র। কিছুদিন আগেই শহরের একটি পাঁচতারা হোটেলে পরনে কালো ঝলমলে ব্লেজার, এক্কেবারে রকস্টার অবতারে দেখা মেলে ভাইরাল 'কাঁচা বাদাম' (Kancha Badam Viral Song) গানের শ্রষ্ঠা ভুবন বাদ্যকরের (Bhuban Badyokor)! সে কী গান, সে কী নাচ! ভুবনের সঙ্গে নাচ জুড়লেন বাংলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য, দর্শনা বনিক-সহ আরও অনেক! সবমিলিয়ে জমে ক্ষির ভুবন বাদ্যকরের (Bhuban Badyokor) জমজমাট নাচা-গানা (Bhuban Badyokor viral dance video)!