আরও পড়ুন- করোনা আক্রান্ত শাবানা আজমি, জাভেদ আখতারের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ভক্তদের
ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2) মূলত অক্ষয় কুমার এবং বিদ্যা বালানের (Akshay Kumar and Vidya Balan) হরর কমেডি চলচ্চিত্রটির সিক্যুয়েল। প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। বলাই বাহুল্য, দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছিল এই সিনেমা। সিক্যুয়েলের পোস্টার ইতিমধ্যেই প্রকাশিত। অক্ষয়ের মতো কার্তিক আরিয়ানকেও এক অদ্ভুত চরিত্রে দেখা যাচ্ছে তাতে। হলুদ কুর্তা আর ধুতির সঙ্গে কালো সানগ্লাস তাঁর চরিত্রটির যথেষ্ট আভাস দিচ্ছে দর্শকদের।
advertisement
ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2) ২০২০ সালের জুলাই মাসেই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। তবে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং লকডাউনের কারণে সিনেমার মুক্তি স্থগিত করা হয়। এমনকী চলচ্চিত্রের শ্যুটিংও পিছিয়ে দিতে হয়েছিল।
আরও পড়ুন- আল্লু অর্জুনের নকল করে পুষ্পার গানে নেচে গেয়ে মাতালেন রাহুল বৈদ্য
প্রধান চরিত্রে কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি এবং টাবুকে দেখা যাবে এই চলচ্চিত্রে। ভুল ভুলাইয়া ২ সিনেমাটির পরিচালনা করেছেন আনিস বাজমি এবং গল্প লিখেছেন ফরহাদ সামজি ও আকাশ কৌশিক। টি-সিরিজ এবং সিনে ১ স্টুডিওর ব্যানারে ভূষণ কুমার, মুরাদ খেতানি এবং কৃষাণ কুমার চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন।
ভুল ভুলাইয়া ২ ছাড়াও, কার্তিক আরিয়ানের আরও বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। ক্যাপ্টেন ইন্ডিয়া, শেহজাদা এবং সাজিদ নাদিয়াদওয়ালার পরবর্তী চলচ্চিত্র ফ্রেডিতেও দেখা যাবে কার্তিককে।