TRENDING:

Tabu: ৫২-তে ভেল্কি! বছরের শুরুতেই নতুন খবর দিলেন টাবু, সহকর্মীর অবদানও কিছু কম নয় বটে!

Last Updated:

Tabu: মঙ্গলবার নেটমাধ্যমে ছবির প্রথম পোস্টার দিলেন অজয় দেবগণ। 'ভোলা'র পরিচালক এবং প্রযোজক তিনিই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: পর্দায় নিজেকে ভাঙাগড়াই যেন তাঁর অভ্যাস। এ কথা বারবার প্রমাণ করেছেন টাবু। প্রকাশ্যে এল 'ভোলা'-র প্রথম লুক। আরও একবার পুলিশের চরিত্রে সামনে এলেন ৫২-র অভিনেত্রী।
advertisement

মঙ্গলবার নেটমাধ্যমে ছবির প্রথম পোস্টার দিলেন অজয় দেবগণ। 'ভোলা'র পরিচালক এবং প্রযোজক তিনিই। দীর্ঘ দিনের বন্ধু এবং সহকর্মী টাবুর চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হবে তাঁর ছবির গল্প। পোস্টারে, টাবুর চোখে অ্যাভিয়েটর, গায়ে পুলিশের উর্দি, হাতে বন্দুক।

এই প্রথম নয়। অতীতেও পুলিশের চরিত্রে অভিনয় করেছেন টাবু। 'ভোলা'য় টাবুর লুকের সঙ্গে 'দৃশ্যম'-এর মিল পেয়েছেন অনুরাগীরা।

advertisement

আরও পড়ুন: এই ঘরেই মিলেছিল সুশান্তের ঝুলন্ত দেহ, অবশেষে এল ভাড়াটে! টাকার অঙ্কে চোখ কপালে

আরও পড়ুন: তবে কি প্রাণসংশয়? সুশান্তকে নিয়ে মুখ খুলতেই নিরাপত্তা পেতে চলেছেন সেই মর্গকর্মী

২০২২-এর নভেম্বরে মুক্তি পায় অজয় এবং টাবু অভিনীত 'দৃশ্যম ২'। জীতু জোসেফ পরিচালিত এই থ্রিলারের ভাঁড়ার উপচে পড়ে বক্স অফিসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেই একই বছরে বড় পর্দায় অজয় পরিচালিত 'রানওয়ে ৩৪'। এই ছবিতে রাকুল প্রীত সিংয়ের সঙ্গে অভিনয় করেন অজয় স্বয়ং। তবে বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখেনি ছবিটি। আপাতত 'ভোলা'র প্রচার নিয়ে ব্যস্ত অজয়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tabu: ৫২-তে ভেল্কি! বছরের শুরুতেই নতুন খবর দিলেন টাবু, সহকর্মীর অবদানও কিছু কম নয় বটে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল