TRENDING:

Pallavi Dey Death: পল্লবী নেই! রবিবার দিনটাই যেন সহ্য করতে পারছেন না ভাবনা

Last Updated:

Pallavi Dey Death: অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বেশ ভাল বন্ধুত্ব ছিল পল্লবীর৷ লকডাউনে পল্লবীর বাড়ি গিয়েছিলেন ভাবনা-প্রত্যুষা৷ টেকনিশায়ান স্টুডিওর আলাদা ফ্লোরে কাজ হত দুই বন্ধুর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পল্লবী নেই এক সপ্তাহ হয়ে গেল! আর কোনওদিন দেখাও হবে না৷ ভুলতে পারছেন না ভাবনা৷ এমনই এক রবিবার কেড়ে নিয়েছিল তাঁর বন্ধুকে৷ তাই রবিবারের প্রতি যেন ঘৃণা জন্মে গিয়েছে ভাবনার৷ নিজের ইনস্টাগ্রাম আরও একবার পল্লবীকে মনে করলেন ভাবনা৷  প্রাণবন্ত ছিলেন পল্লবী৷ ভালবাসতেন হাসি-মজা-ঠাট্টায় জীবন কাটিয়ে দিতে৷ একথাই বারবার বলছেন পল্লবীর বন্ধুমহল৷ অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বেশ ভাল বন্ধুত্ব ছিল পল্লবীর৷ লকডাউনে পল্লবীর বাড়ি গিয়েছিলেন ভাবনা-প্রত্যুষা৷ টেকনিশায়ান স্টুডিওর আলাদা ফ্লোরে কাজ হত দুই বন্ধুর৷   ভাবনা এখনও স্তম্ভিত৷
advertisement

আরও পড়ুন : ‘হয়তো অধিকার ছাড়াই ইন্টারফেয়ার করতাম...’, ‘বোন’ পল্লবীর জন্য বাকরুদ্ধ সোহিনী

ভাবনা ইতপূর্বে জানিয়েছেন, সাগ্নিকের চালচলন নিয়ে তাঁদের সন্দেহ ছিল৷ এত টাকা কোথা থেকে আসছে সাগ্নিকের কাছে সেই নিয়ে আলোচনা করেছিলেন ভাবনা-প্রত্যুষা৷ সাগ্নিক-পল্লবীর ঝঞ্ঝাট হত, মিটেও যেত৷ ঐন্দ্রিলা প্রসঙ্গে ভাবনা জানিয়েছেন, পল্লবী ও ঐন্দ্রিলার বেশ বড় বচসা হয়েছিল৷ তবে সে সব ভুলে আবার ঐন্দ্রিলাকে জীবনে ফিরিয়ে এনেছিলেন পল্লবী৷ তাঁরা একসঙ্গে বাড়িতে ছিলেন, রান্নাবান্না করেছিলেন৷ তবে কীভাবে তাঁদের ভাব হল, কী কারণেই বা ঝগড়া- এ সবের খুঁটিনাটি ভাবনার কাছে নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জমে উঠেছিল পল্লবী দে-এর জন্মদিনের পার্টি৷ মাত্র তিন মাস আগে পল্লবীর শেষ জন্মদিন৷ বাবা মায়ের পাশাপাশি তাঁর জন্মদিনের আনন্দে ছিলেন বন্ধুবান্ধব এবং অবশ্যই বিশেষ বন্ধু সাগ্নিক৷ জন্মদিনের আনন্দ ক্যামেরাবন্দি করেছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা সায়ক চক্রবর্তী৷ সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন সায়ক৷ আবার নতুন করে সেই ব্লগ ভাইরাল হয়েছে৷ সেখানে ছিলেন ভাবনা৷ ছিলেন প্রত্যুষাও৷  তখন কে আর জানত এটাই তাঁর শেষ জন্মদিন!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey Death: পল্লবী নেই! রবিবার দিনটাই যেন সহ্য করতে পারছেন না ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল