ভাস্বর লিখছেন, "আজও শুনলাম একজন অভিনেত্রী আত্মহত্যা করেছেন। হয়ত নাম নেই বলে গুঞ্জন কম। কিন্তু রোজ এমন ঘটনা কানে আসছে আর অসম্ভব খারাপ লাগছে এদের জন্য। কারণ এদের অনেকের সঙ্গেই আমরা কাজ করি, চেহারা মনে থাকে না। এক সিন দু সিনের ছোট রোল করতে আসেন। চোখে অনেক স্বপ্ন কিন্তু বাস্তব এর মাটিতে পা দিয়েই বোঝেন কত সংগ্রাম এখানে। কেউ কারোর জন্য এক ইঞ্চি জমি ছাড়ে না। অনেকেই বাড়ি ছেড়ে কলকাতায় থাকেন,সেখান থেকে বদ সঙ্গ, নেশা, একাকিত্ব, ভুল পথে পা বাড়ানো।"
advertisement
ভাস্বর নিজের স্মৃতি থেকে লিখছেন, "আমার একটি মেয়ের কথা মনে পড়ছে কয়েক বছর আগে কাজ করত। সরকারি চাকরি ছেড়ে সে এসেছিল অভিনয় করতে। ভিড় এর সিনে বা কখনো পাসিং শট এইসব ভাগ্যে জুটত। একদিন ওকে জিজ্ঞেস করলাম, ভাল চাকরি ছেড়ে কেন এলে... সে বলল আমি হিরোইন হব। পরে শুনলাম সে এই ছোট কাজ গুলো করার জন্য কম্প্রোমাইজ করতেও শুরু করেছিল। আর তাকে এখন দেখি না। হয়ত বুদ্ধি দিয়ে বিচার করে সরে গেছে।"
কিন্তু যাঁরা থেকে যাচ্ছেন তাঁদের কী হচ্ছে? ভাস্বরের কথায়, "কিন্তু যারা সরে যেতে পারছে না তারা অবসাদে ভুগছে, আত্মহত্যা করছে কারণ তারা নানা বঞ্চনার শিকার। কদিন আগে শুনলাম একটি ছেলে সাত লাখ টাকা এক ফ্রডকে দিয়েছিল হিরো হবে বলে। ব্যাস সব শেষ। আমি যখন ছবির সেনসর বোর্ডের সদস্য ছিলাম, এক মহিলা প্রযোজককে মনে আছে। তিনি একজনের পাল্লায় পড়ে বাড়ি বন্ধক রেখে ছবি বানিয়েছিলেন। ছবি কোথাও রিলিজ করাতে পারেননি, আমাদের কাছে এসে হাউহাউ করে কান্নাকাটি করে বলেছিলেন আমার সব গেল।"
আরও পড়ুন- দীপিকা থেকে অনুষ্কা! মডেলিং করে প্রথম কত টাকা পেয়েছিলেন এই পাঁচ নায়িকা
কাজ না পাওয়া বা বড় স্বপ্ন দেখে পূরণ না হওয়ার কারণেই কি এই অভিনেত্রীরা বেছে নিয়েছেন আত্মহত্যার পথ? জীবনের লড়াই শুরু করার সময়েই দাঁড়ি টানছেন তাঁরা? এমন নানা প্রশ্ন নিয়ে আলোচনা তু্ঙ্গে সোশ্যাল মিডিয়ায়।