ঝট করে গল্পটা একটু ছুঁয়ে দেওয়া যাক ৷ ‘ভারত’ ছবির গল্প এক লাইনেই শেষ হয়ে যায় ৷ বাবার আদেশ, চুপচাপ পালন করছে বাধ্য ছেলে ! আদেশটা কী? বাবার অবর্তমানে ভাই ও মা-কে রক্ষা করা ৷ আর এই আদেশ পালন করা নিয়েই গোটা গল্প এগিয়ে চলে ‘ভারত’- যার মধ্যে ঢুকে পড়ে আরবের তেল খনির সমস্যা, সার্কাসের এক স্টান্টম্যানের গল্প ৷ সঙ্গে প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান৷ অবশ্য ছবিটা শুরু হয়, দেশভাগ থেকেই ৷
advertisement
‘ভারত’ ছবিতে সলমনকে দেখানো হয়েছে ৩০ থেকে ৭০ বছর বয়সীর চরিত্রে ৷ গোটা বয়সের গ্যাপটাই ধরা হয়েছে ছবিতে নানা ভাবে ৷ ছবির সময়কাল ১৯৪৭ থেকে ২০১০ ৷ এরই মাঝে সলমন স্টান্ট করেছেন, গান করেছেন, নাচ করেছেন, হ্যাঁ প্রেমও করেছেন ৷ তবে বাবার আদেশের জন্য বিয়েটা কিন্তু করেননি ৷
‘ভারত’ ছবিতে সলমন, সলমনের মতোই ৷ আলাদা করে দাগ কাটতে পারেননি ভারত চরিত্রে ৷ তবে ক্যাটরিনা কিন্তু নজর কেড়েছেন ৷ ভারত ছবির সবচেয়ে মনে রাখার উপাদানই হল ক্যাটরিনা কাইফ ৷ তবে তিনিও ছবিতে রয়েছে খুব অল্প সময়ের জন্য ৷
‘ভারত’ এমন এক ছবি, যা কিনা টাইমপাস গোত্রেরও নয়, বরং ছবি দেখতে বসে বহু সময়ই আপনি বিরক্ত হবে ৷ কারণ, এই ছবিতে সলমন আছেন, কিন্তু গল্পটাই যেন গায়েব !