বাঙালি ঘরের জামাই ভরত চুটিয়ে উপভোগ করলেন জামাইষষ্ঠীর আনন্দ ৷ মেরুন পাঞ্জাবীতে সেজে অভিনেতা গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে ৷ ছবি দিয়েছেন রাজকীয় খাবার-সহ আপ্যায়নেরও ৷ ক্যাপশনে অভিনেতা লিখেছেন, এটা কঠিন সময় হলেও আশা না ছাড়তে ৷ কারণ জীবন সুন্দর ৷
advertisement
প্রসঙ্গত ভরত নিজেও ব্যক্তিগত জীবনে দীর্ঘ কঠিন সময় পাড়ি দিয়েছেন ৷ তাঁর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী অনুশ্রী দাস ৷ দু’জনে একসঙ্গে বহু ক্ষেত্রেই অভিনয় করেছেন চুটিয়ে ৷ তাঁদের বিচ্ছেদের পর ভরত মুম্বই পাড়ি দেন ৷ সেখানে লিভ ইন সম্পর্কে জড়িয়ে পড়েন আর এক অভিনেত্রীর সঙ্গে ৷
এর পর অভিনেতার জীবনে এক কঠিন অধ্যায় শুরু হয় ৷ ধরা পড়ে, তিনি আক্রান্ত হয়েছেন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ায় ৷ এই দুঃসহ সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে হাল ধরেছিলেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায় ৷ ভরত-জয়শ্রীর বন্ধুত্ব থেকে প্রেম হতে বেশি সময় নেয়নি ৷ তার পর বিয়ে ৷
কঠিন অসুখ জয় করে ভরত আবার ফিরে এসেছেন অভিনয়জীবনে ৷ অন্যদিকে, সন্তানের মা হওয়ার পরও অভিনয় ছাড়েননি জয়শ্রী ৷ এমনকি, ধারাবাহিকে একাধিক বার তিনি অভিনয় করেছেন ভরতের প্রথম পক্ষের স্ত্রী অনুশ্রীর সঙ্গেও ৷ অনস্ক্রিন রসায়নের মতো পর্দার বাইরেও দুজনের সম্পর্ক সৌজন্যমূলক ৷
একসময় ইন্ডাস্ট্রিতে ‘ক্যাসানোভা’ বলে পরিচিত ভরত এখন ঘোরতর সংসারী ৷ জামাইষষ্ঠী সংক্রান্ত তাঁর পোস্ট ঘিরে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷