TRENDING:

গাছের প্রাণ বাঁচাতে ড্রয়িং রুমে আসছে 'মাধবীলতা', এক আদিবাসী কন্যার অদ্ভুত গল্প!

Last Updated:

সোমবার থেকে আপনার ড্রয়িং রুমে আসতে চলেছেন মাধবীলতা। সিরিয়ালের প্রেক্ষাপট হল জঙ্গলমহল। (Madhabilata)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: "এই জঙ্গল আমার প্রাণ আছে, আর গাছ আমার মা। আর যে গাছ কাটতে আসবে তার হাত আমি কেটে নেব''... হ্যাঁ, হিন্দি সিনেমার মতো এরকমই মারকাটারি ডায়লগ এবার শোনা যাবে মাধবীলতার মুখে। সোমবার থেকে আপনার ড্রয়িং রুমে আসতে চলেছেন মাধবীলতা। সিরিয়ালের প্রেক্ষাপট হল জঙ্গলমহল।
শুরু হচ্ছে মাধবীলতা
শুরু হচ্ছে মাধবীলতা
advertisement

প্রভাবশালী পুষ্পরঞ্জন চৌধুরী এলাকার জঙ্গল কেটে সাফ করে দিচ্ছেন অথচ তিনিই আবার আদিবাসীদের সামনে বৃক্ষ রোপণের নাটক করছেন।

পুষ্পরঞ্জন চৌধুরীর ছেলে সবুজ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। জঙ্গলে ঘুরে ঘুরে ফটো তুলতে গিয়ে দেখে ফেলেন চোরাশিকারিদের। যারা জঙ্গলে গাছ কাটতে আসে। আর ঠিক সেই সময় আদিবাসী মেয়ে মাধবীলতা প্রতিবাদ জানায় এবং হাতের দা নিয়ে বলেন “যতদিন তার প্রাণ থাকবে ততদিন কেউ এই জঙ্গলে হাত দিতে পারবে না।”

advertisement

আরও পড়ুন: কেকে-র হৃদয়ের স্পন্দন অনেক শিশুর মনে ধ্বনিত হবে এক 'হৃদয়া'র উদ্যোগে

বোঝাই যাচ্ছে টানটান নাটকীয় প্লট। আর ধারাবাহিকের প্রথম ঝলক থেকেই বোঝা গিয়েছিল আদিবাসী কন্যার গাছ বাঁচানোর গল্প উঠে আসতে চলেছে এই ধারাবাহিকে। মাধবীলতার চরিত্রে দেখা যাবে শ্রাবণী ভুইয়াঁ এবং নায়ক সবুজের  চরিত্রে অভিনয় করবেন সুস্মিত মুখোপাধ্যায়। শ্রাবণী এর আগেও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন। “জীবন সাথী”তে অভিনয় করে তিনি যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন। আর  সুস্মিতকে দর্শকরা ধারাবাহিক 'বরণ' এ  দেখতে পেয়েছেন। ধারাবাহিকটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী।

advertisement

.

.

আরও পড়ুন: স্টাইলিশ পোশাকে নজরকাড়া শ্রীদেবী-কন্যা খুশি, ভাইরাল ছবি দেখুন

ধারাবাহিকের প্রোমোতে দেখতে পাওয়া যাচ্ছে, মাধবীলতার বড় দিদি তাঁদের মায়ের অস্বাভাবিক মৃত্যুর প্রত্যক্ষদর্শী। সেই ঘটনার পর থেকে সে বোবা হয়ে গেছে। আবার প্রকৃতির সাথে মাধবী যখন সময় কাটান তখন তাকে ক্যামেরায় ফ্রেমবন্দি করেন সবুজ। এমন সময় মাধবীকে গ্রামবাসীরা খবর দেয় গাছ কাটতে লোকজন এসেছে। অন্যদিকে, পুষ্পরঞ্জন মাধবীকে হুমকি দেয় সে যেন  তাঁর কাজে যেন বাধা হয়ে না দাঁড়ায়। তবে মাধবী দমে থাকার পাত্রী নন। জঙ্গল তাঁর কাছে মা।তাই নিজের মায়ের জন্য সকলের সঙ্গে লড়তে প্রস্তুত মাধবীলতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে বেশ কিছু নতুন ধারাবাহিক এসেছে। সেখানে শ্রাবণী ও সুস্মিতের জুটি দর্শকদের মনে জায়গা করে নিতে পারে কিনা সেটাই দেখার।তবে দর্শকের দরবারে আসার আগেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে শুরু করেছে মাধবীলতা। কেউ কেউ লিখেছেন গাছ বাঁচানোর গল্প সংসার বাঁচানোর গল্পে গিয়েই ঠেকবে। কেউ কেউ আবার এই ধারাবাহিককে "যমুনা ঢাকি পার্ট ২" বলেও কটাক্ষ করেছেন। সব প্রশ্নের উত্তর দেবে "মাধবীলতা" ২২ শে অগাস্ট অর্থাৎ আগামী সোমবার থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
গাছের প্রাণ বাঁচাতে ড্রয়িং রুমে আসছে 'মাধবীলতা', এক আদিবাসী কন্যার অদ্ভুত গল্প!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল