TRENDING:

Iman Chakraborty: পরিবারে এল নতুন সদস্য! নয়া বছরেই স্বপ্নপূরণ ইমনের, সুখবর দিলেন গায়িকা নিজেই

Last Updated:

Iman Chakraborty: নতুন বছর পড়তে না পড়তেই সেই স্বপ্নপূরণ হল গায়িকা ইমনের৷ সাধারণতন্ত্র দিবসের দিনই ইমনের পরিবারে এল নতুন সদস্য৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন গায়িকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তীকে নিয়ে সর্বদাই চর্চা চলছে৷ কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবটা জানতেই মুখিয়ে থাকেন ভক্তরা৷ ফের শিরোনামে উঠে এলেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী ৷ নিজের জীবনের স্বপ্নপূরণের কথা এবার সকলের সঙ্গে শেয়ার করলেন নায়িকা৷
সুখবর দিলেন ইমন
সুখবর দিলেন ইমন
advertisement

প্রতিটা মানুষের কোনও না কোনও স্বপ্ন থাকে৷ আর সেটা পূরণ করাটা যেমন আনন্দের তেমনই চ্যালেঞ্জের৷ নতুন বছর পড়তে না পড়তেই সেই স্বপ্নপূরণ হল গায়িকা ইমনের৷ সাধারণতন্ত্র দিবসের দিনই ইমনের পরিবারে এল নতুন সদস্য৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন গায়িকা৷ মুহূর্তের মধ্যে পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

advertisement

গানের মধ্য দিয়ে নিজের জীবনের অনেক স্বপ্নই পূরণ করেছেন ইমন৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন৷ গায়িকার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একটা মার্সিডিজ গাড়ি কেনার৷ এবার সেই স্বপ্ন পূরণ করলেন ইমন ৷ সাদা রঙের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেন ইমন লেখেন- ‘ধন্যবাদ বাবাই, আমার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য৷ সব কিছুর জন্য অনেক ধন্যবাদ সবাইকে৷ আমাদের নতুন চারচাকার জন্য চিয়ার্স৷ জয় জগন্নাথ৷’

advertisement

আরও পড়ুন-                একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-             স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এদিন পুরো সাদা রঙের পোশাকে দেখা গেছে ইমন চক্রবর্তীকে৷ দুধসাদা সুন্দরীর সঙ্গে ম্যাচ করেই সাদা রঙের কো-অর্ড প্যান্ট, সাদা সোয়েটার পরেছিলেন ইমন৷ বাবাকে জড়িয়ে আদুরে চুমুতে ভরিয়ে দিয়েছেন গায়িকা৷ তবে শুধু বাবা নয়, শ্বশুর ও স্বামী নীলাঞ্জনের সঙ্গেও পোজ দিয়েছিলেন ইমন৷ সকল ভক্তরাই গায়িকার এই সাফল্যে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Iman Chakraborty: পরিবারে এল নতুন সদস্য! নয়া বছরেই স্বপ্নপূরণ ইমনের, সুখবর দিলেন গায়িকা নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল