প্রতিটা মানুষের কোনও না কোনও স্বপ্ন থাকে৷ আর সেটা পূরণ করাটা যেমন আনন্দের তেমনই চ্যালেঞ্জের৷ নতুন বছর পড়তে না পড়তেই সেই স্বপ্নপূরণ হল গায়িকা ইমনের৷ সাধারণতন্ত্র দিবসের দিনই ইমনের পরিবারে এল নতুন সদস্য৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন গায়িকা৷ মুহূর্তের মধ্যে পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
গানের মধ্য দিয়ে নিজের জীবনের অনেক স্বপ্নই পূরণ করেছেন ইমন৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন৷ গায়িকার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একটা মার্সিডিজ গাড়ি কেনার৷ এবার সেই স্বপ্ন পূরণ করলেন ইমন ৷ সাদা রঙের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেন ইমন লেখেন- ‘ধন্যবাদ বাবাই, আমার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য৷ সব কিছুর জন্য অনেক ধন্যবাদ সবাইকে৷ আমাদের নতুন চারচাকার জন্য চিয়ার্স৷ জয় জগন্নাথ৷’
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি
এদিন পুরো সাদা রঙের পোশাকে দেখা গেছে ইমন চক্রবর্তীকে৷ দুধসাদা সুন্দরীর সঙ্গে ম্যাচ করেই সাদা রঙের কো-অর্ড প্যান্ট, সাদা সোয়েটার পরেছিলেন ইমন৷ বাবাকে জড়িয়ে আদুরে চুমুতে ভরিয়ে দিয়েছেন গায়িকা৷ তবে শুধু বাবা নয়, শ্বশুর ও স্বামী নীলাঞ্জনের সঙ্গেও পোজ দিয়েছিলেন ইমন৷ সকল ভক্তরাই গায়িকার এই সাফল্যে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷