TRENDING:

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বন করে আসছে ‘বছর তিরিশ পর’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একদিন সকালে জগাদানন্দ বন্দ্যোপাধ্যায় নামে এক বিখ্যাত লেখক হঠাৎ একটা চিঠি খুঁজে পান ৷ চিঠিটি হাতে পেয়ে তিনি ভাবেন বোধ হয় কোনও অনুরাগীর পাঠানো চিঠি। কিন্তু চিঠি খুলে দেখেন এটা তাঁর স্ত্রীয়ের পাঠানো চিঠি।
advertisement

যেটা পাঠিয়েছিলেন ১৩৫৪ খ্রীঃ। তিনি সেই চিঠিটি হাতে পান তাঁর স্ত্রীর মৃত্যুর পরে। এরপরেই গল্প অন্য দিকে মোড় নিতে থাকে। কী ঘটে এরপর ?

এই গল্প নিয়েই পরিচালক সুমন অধিকারী বানিয়েছেন একটি শর্ট ফিল্ম। নাম ‘বছর তিরিশ পর’৷

‘বছর তিরিশ পর’-এ সঙ্কলিতা রায় ৷ ছবি: সুমন অধিকারীর সৌজন্যে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আসলে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প 'চিঠি' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন পরিচালক ৷ ছবিতে অভিনয় করেছেন আর জে রয়, সঙ্কলিতা রায়, স্যান্ডি শেখ, তনুশ্রী বিশ্বাস, সুব্রত বর্মণ ৷ ‘বছর তিরিশ পর’-এর সিনেমাটোগ্রাফি করেছেন শুভায়ু চক্রবর্তী। খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বন করে আসছে ‘বছর তিরিশ পর’